নতুন ভূমিকাতেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মিঠুন
১৯ আগস্ট ২০১৮ ১৭:১৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
জাতীয় দলের চৌহদ্দিতে ঘোরাফেরা করছেন অনেক দিন থেকেই। মূলত ওপেনার হিসেবেই খেলেছেন, আবার কখনো খেলানো হয়েছে নিচে। তবে জায়গাটা থিতু করতে পারেননি। এবার আয়ারল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিজের দাবিটা আর একটু জোর গলায় জানান দিয়েছেন মোহাম্মদ মিঠুন। দুইটি ওয়ানডে ফিফটি পেয়েছেন, আর শেষ টি-টোয়েন্টিতে খেলেছেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। মিঠুন বলছেন, দল যেভাবে চেয়েছে সেভাবেই খেলার চেষ্টা করেছেন।
টি-টোয়েন্টিতে তাকে বেশি বিবেচনা করা হলেও ক্যারিয়ার স্ট্রাইক রেট সেখানে ১১৬। তবে শেষ ম্যাচে ৩৯ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন, ওয়ানডেতে স্ট্রাইক রেটও ছিল ১০০র কাছাকাছি। ঢাকা প্রিমিয়ার লিগে অনেকটা নিচে ব্যাট করতে হয়েছে তাঁকে। মিঠুন বলছেন, এবার নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে চেয়েছেন, ‘দেখেন ব্যাটিংয়ের রোল কিন্তু সবসময় এক রকম থাকে না। ডিপিএলে যেমন আমি ওপেন করি, ওয়ান ডাউনে কিংবা টু ডাউনেও খেলি। আমার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত খেলার। আমার সেখানে যে রোল ছিল আমি সেভাবেই খেলেছি। যেমন ওপেন করেছি। ১৮ ওভারে ১৮২ রানের লক্ষ্য, এখানে তো আমি ঐ ধরণের রোল (ডিপিএলের মতো) পালন করলে ম্যাচ জিততে পারবো না।’
তবে সবকিছুর ওপর দলের জন্য কিছু করতে পারাটাই আলাদা তৃপ্তি দিচ্ছে এই ব্যাটসম্যানকে, ‘অবশ্যই ভালো লেগেছে যে আমার অবদানে একটি ম্যাচ জিততে পেরেছি। সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, সুতরাং আমাদের জেতাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ ওদের বিপক্ষে হারাটা আসলেই খারাপ হতো। তবে আমাদের মধ্যে বিশ্বাস ছিল। আর ওপরের সারির ব্যাটসম্যানদের রান করতে হবে, আমাদের পরিকল্পনাতে এমনটাই ছিল। আমি সেভাবেই চেষ্টা করেছি।’
ওয়ানডে সিরিজ ডড়য়ের পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। মিঠুন অবশ্য বললেন, আরও ভালো করতে পারত দল, ‘সাফল্য বলতে খুব খারাপ হয়নি, তবে আমরা আরও ভালো করতে পারতাম। কারণ আমরা হয়তো ওয়ানডে সিরিজটি জেতা উচিৎ ছিল। তবে ওদের দলটি অনেক ভালো ছিল। অনেকেই জাতীয় দলের ছিল, অভিজ্ঞ ছিল। এরপরেও আমার মনে হয় সবমিলিয়ে ভালোই হয়েছে।’
সারাবাংলা/এএম/এসএন