।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৩ সালের আসরে ফিক্সিংয়ের ঘটনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন মোহাম্মদ আশরাফুল। এবার জাতীয় দলে ফিরতে আর কোনো বাঁধা থাকছে না বাংলাদেশি এই ব্যাটসম্যানের। তবে সোমবার (২০ আগস্ট) লন্ডন থেকে দেশে ফিরে সাংবাদিকদের নিজের নতুন ভাবনার কথাই জানালেন তিনি।
গত ১৩ আগস্ট শেষ হয় আশরাফুলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার খেলতে পারবেন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও জাতীয় দলে ফেরার পরীক্ষা এখনো শেষ হয়নি ডানহাতি এই তারকা ব্যাটসম্যানের। বিপিএল, বিসিএলসহ জাতীয় লিগে ভাল পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে তাকে।
জাতীয় দলে ফেরার চিন্তা এখনই করছেন না আশরাফুল। ঘরোয়া লিগের দিকেই চোখ রাখছেন তিনি, ‘জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেট নিয়েই চিন্তা করছি। সুযোগ পেলে ভাল ইনিংস উপহার দিতে চাই। সামনে জাতীয় লিগ, আপাতত এটাকেই টার্গেট করছি। শুরু থেকেই ভালো ছন্দে খেলার লক্ষ্য আছে। এক এক করে টুর্নামেন্ট ধরে আগাতে চাই।’
ক্রিকেট মাঠে আবারও আগের মতো ফিরতে মরিয়া হয়ে আছেন আশরাফুল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও নিয়মিত কাজ করছেন ফিটনেস নিয়ে, ‘গত দুই মাসে ৮ কেজির মতো ওজন কমিয়েছি। ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। তবুও আরও কাজ করতে হবে। ঈদের পর আবার কাজ শুরু করবো।’
আংশিক নিষেধাজ্ঞা উঠার পর গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচ সেঞ্চুরিসহ বেশ ভাল পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আগামী অক্টোবরে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ, আর সেদিকেই চোখ রাখছেন আশরাফুল। জাতীয় দলে জায়গা পেলে লম্বা সময় ধরে খেলার ইচ্ছা আছে তার।
সারাবাংলা/এসএন