Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাক ফাটিয়েও ধন্যবাদ পেলেন রোনালদো!


২১ আগস্ট ২০১৮ ১৩:৫৭ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

সিরি’আতে নিজেদের প্রথম ম্যাচে শেষ মূহুর্তের নাটকীয়তায় ৩-২ গোলের জয় পায় জুভেন্টাস। তবে এই ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের নাকে বড়সড় আঘাত দিয়ে বসলেন পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। যে কারণে বেশ সমালোচনায় পড়তে হয়েছে তাকে।

অবশ্য চিয়েভো গোলরক্ষক স্টেফানি সেরেন্তিনোকে যে রোনালদো ইচ্ছে করে এমন আঘাত করেননি, সেটা বলাই যায়। বল দখলে নেওয়ার সময়ে রোনালদোর সঙ্গে ধাক্কা লাগে তার। আঘাত সারতে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় মাঠ ছাড়তে হয় চিয়েভো গোলরক্ষককে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, ঘাড় ও কাঁধেও কিছুটা চোট পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আহত সেরেন্তিনোর সমর্থন ও সুস্থতা কামনা করে এক টুইট বার্তা পাঠান রোনালদো। আর তাতেই হাসপাতালে থেকেও আবেগ আপ্লূত হয়ে রোনালদোকে ধন্যবাদ জানিয়েছেন সোরেন্তিনো, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে সমর্থন আর দ্রুত সুস্থ হওয়ার ক্ষুদে বার্তা পেলাম। ধন্যবাদ লিজেন্ড।’

তবে জুভেন্টাসের জার্সিতে ইতালিয়ান সিরি’আর অভিষেক ম্যাচে এবং দলের জয়ের দিনে গোল পাননি রোনালদো।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো চিয়েভো জুভেস্টাস নাক ফাটিয়েও ধন্যবাদ স্টেফানি সেরেন্তিনো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর