।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: এবারের ঈদটা বাইরে কাটাতে হচ্ছে এশিয়ান গেমসে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়। তার উপরে বুধবার (২২ আগস্ট) বাংলাদেশে ঈদ। এমন দিনেই জিমি-চয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন। ওমানকে হারিয়ে এশিয়াড শুরু করা লাল-সবুজ জার্সিধারীদের সামনে দুর্বল কাজাখস্তান।
ম্যাচটি সকাল নয়টায় হকি ফিল্ডে শুরু হবে। পুল বি’এর ধরতে গেলে সবচেয়ে দুর্বল দল কাজাখস্তান। মালয়েশিয়ার সঙ্গে এ দল হজম করেছে ১৬টি গোল। সেই হিসেবে জয়ের আত্ববিশ্বাস নিয়েই মাঠে নামবে গোপিনাথান কৃষ্ণমুর্থীর শিষ্যরা।
এর আগে সোমবার (২০ আগস্ট) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে ওমানকে ২-১ গোলে হারিয়েছে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।
গ্রুপ পর্বের বাকি ম্যাচে পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ২২ আগস্ট (বুধবার) কাজাখস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা।
সারাবাংলা/জেএইচ