Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবলারদের অন্যরকম ঈদ আনন্দ


২২ আগস্ট ২০১৮ ১৭:০৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ৪০ বছরে এমন আনন্দ আসে নি দেশের ফুটবল শিবিরে। কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের নক আউট পর্বে পা রাখা ফুটবলারদের আনন্দার মাত্রাটা তাই অন্যরকমই বটে। সেই আনন্দ ছড়ালো ঈদ উদযাপনেও। বাংলাদেশের ফুটবল দল যে ইন্দোনেশিয়ায়।

সেখানেই ঈদের নামাজ পড়েছেন জামাল-সুফিলরা। একদিন রিকভারি করে আবার নেমে গেছে জেমি ডে’র শিষ্যরা। ঈদ আনন্দের পাশাপাশি চ্যালেঞ্জের সামনে তারা। উত্তর কোরিয়ার বিপক্ষে শুক্রবার (২৪ আগস্ট) মাঠে নামবে তারা।

বিজ্ঞাপন

২৩ আগস্ট শুরু হবে নকআউট পর্ব। প্রথম দিন চারটি ম্যাচ, পরের দিনও সমান চারটি। ২৪ আগস্ট শুক্রবার চিকারাং শহরের উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে কোয়ার্টারের লড়াইয়ে মুখোমুখি হবে উভয় দল।

আন্তর্জাতিক অঙ্গনের টানা ব্যর্থতার কারণে দুই বছর ধরে দর্শকেরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ফুটবলে যখন হতাশার চিত্র দেখতে দেখতে ক্লান্ত সবাই, ঠিক তখনি কাতারের বিরুদ্ধে পাওয়া জয়টি দেশের ফুটবলের জন্য অনেক বড় প্রাপ্তি। মৃত্যপ্রায় ফুটবলের অক্সিজেন হিসেবে কাজ করবে এ জয়। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশটিকে হারাতে পারা জামাল-সুফিলরা এখন স্বপ্ন দেখছেন আরো বড় কিছুর।

নিজেদের ফুটবল ইতিহাস নতুন করে রচনা করতে পেরে উচ্ছ্বসিত ফুটবলাররা। মূলত সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে এশিয়াডের মঞ্চটিকে প্রস্তুতি হিসেবেই ধরে নিয়েছিলেন তারা। খোদ দলটির কোচ জেমি ডে’ও ভাবেননি শিষ্যরা এত বড় একটি উপহার দেবে তাকে, ‘সত্যিই অপ্রত্যাশিত। এতটা ভাবিনি আমরা। সবার ধারণা ছাড়িয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে খেলাটা। ছেলেরা অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছে। শৃঙ্খলার মধ্যে আছে। সাফল্যের মূল শর্তই এগুলো। আপাতত আমাদের ভাবনায় দ্বিতীয় রাউন্ড। এখনই কোয়ার্টার ফাইনাল নিয়ে ভেবে নিজেদের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা ভালো ফুটবল খেলতে চাই।’

বিজ্ঞাপন

এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ১৯৬৬ এবং ২০১০ সালে বিশ্বকাপ খেলা উত্তর কোরিয়া। ২৪ আগস্ট দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। উত্তর কোরিয়া এবং বাংলাদেশ জাতীয় দল এর আগে একবারই পরস্পরের মুখোমুখি হয়েছে। ১৯৮০ সালে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে জয় পায় কোরিয়া। বাফুফের বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন এবং বর্তমানে সালাউদ্দিনের প্রবল প্রতিপক্ষ (এক সময়ের মিত্র) আশরাফ উদ্দিন চুন্নু সেদিন গোল করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। কোরিয়ার কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ ৩৮ বছর পর পুরনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে আবার নামার অপেক্ষায় বাংলাদেশ

ঈদের আনন্দের রেশ নিয়ে মাঠে নেমে পড়তে হবে ফুটবলারদের। সবার কাছে দোয়া চেয়ে ফুটবলাররা জানান, ‘এখন আমাদের লক্ষ্য উত্তর কোরিয়া। চ্যালেঞ্জটা কঠিন। কিন্তু আমরাও ছেড়ে দিবো আশা করি। সবাই দোয়া করবেন।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর