Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দুই জয়ের পর কাবাডিতে হার


২২ আগস্ট ২০১৮ ১৭:২৪ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৬:৫৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের ১৮তম আসরের কাবাডিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর টানা দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু বুধবার (২২ আগস্ট) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বসে লাল সবুজ জার্সিধারীরা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৪-২২ পয়েন্টে আর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২৯-২৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়ানদের বিপক্ষে জয় তুলে পদক জেতার আশা টিকিয়ে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছিল তারা। কিন্তু এই ম্যাচে কোরিয়ানদের বিপক্ষে ১৮-৩৮ পয়েন্টে হারতে হয়েছে লাল সবুজ জার্সিধারীদের।

 

সারাবাংলা/এসএন

এশিয়ান গেমস ২০১৮ কাবাডি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর