Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেকে ফুটবল মাঠেই দেখতে চান রোনালদো


২৩ আগস্ট ২০১৮ ১৪:৩৩ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ফুটবল দুনিয়ায় ক্রিস্টিয়ানো রোনালদো আছেন অনন্য এক পর্যায়ে। ৩৩ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারের ঝুলি ভরে আছে দারুণ সব রেকর্ডে। এবার নতুন স্বপ্ন দেখছেন পর্তুগিজ এই তারকা। আট বছর বয়সী ছেলেকে এবার ফুটবলার হিসেবেই মাঠে দেখতে চান তিনি।

ক’দিন আগেই রোনালদো জুনিয়রের দারুণ এক বাইসাইকেল কিকের ছবি প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও রিয়ালের জার্সি গায়ে মাঠেও বেশ কৌশল দেখিয়েছে সে। দারুণ সব ফ্রি-কিক আর দুরন্ত শটেই বোঝা গেছে, এই বয়সেই বাবার কৌশল কতটা আয়ত্ত করেছে সে। তাই তাকে নিয়েই এবার স্বপ্ন দেখছেন সিআর সেভেন।

সদ্য রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্লাব জুভেন্টাসে যোগ দেয়া রোনালদোর বিশ্বাস ছেলে তার মতোই আত্মপ্রত্যয়ী হবে এবং তাকে ছাড়িয়ে যাবে, ‘ওর আত্মবিশ্বাস অনেক। ওর বয়সে আমি যেমন ছিলাম, সে এখন ঠিক তেমনই। হারতে সে পছন্দ করে না। আমি শতভাগ বিশ্বাস করি সে আমার মতোই আত্মপ্রত্যয়ী হবে। আমি ওকে কিছু কিছু জিনিস শেখাতে পছন্দ করি।’

বিজ্ঞাপন

এই বয়সে দারুণ সব স্কিল আয়ত্ত হয়ে গেছে, আর কি চাইবেন রোনালদো? তবে ছেলের ইচ্ছাকেই আগে রাখতে চান বিশ্বের অন্যতম সেরা এই তারকা, ‘অবশ্যই একজন ফুটবলার হিসেবে আমি চাইবো সে ফুটবলার হোক। স্বপ্ন দেখি ছেলেকে ফুটবলার হিসেবেই দেখার। ওর শরীরের ফিটনেস ভাল, দ্রুত দৌড়াতে পারে, দারুণ স্কিল আর শট নেওয়ার ক্ষমতাও আছে। তবে তার ইচ্ছাকে গুরুত্ব দিতে চাই। আমি ওকে চাপে রাখতে চাইনা। তবে সে যা হতে চায় তাতেই আমি সাপোর্ট দেবো।’

তবে ছেলেকে ভাল ফুটবলার হিসেবে তৈরি করতে যে ভাল প্রশিক্ষণ দরকার, সেটাই জানালেন রোনালদো।

 

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলার রোনালদোর ছেলে