Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান গেমসে জিমি-চয়নদের প্রথম হার


২৪ আগস্ট ২০১৮ ১৩:২৩ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৬:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস হকিতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জয়ের এবার মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। শুক্রবার (২৪ আগস্ট) নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমে ৭-০ গোলের ব্যবধানে হারলো জিমি-চয়নরা।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমে অনেকটা হতাশ করলো বাংলাদেশ হকি দল। প্রথমার্ধে কোনো গোল না হলেও, দ্বিতীয়ার্ধে তিন গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা (৩-০)। তৃতীয়ার্ধে আরো তিনটি গোল পায় মালয়েশিয়া (৬-০)। আর শেষ অর্ধে মাঠে নেমে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ মিনিটে আরেক গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সীধারীরা (৭-০)।

বিজ্ঞাপন

এ নিয়ে দুই ম্যাচ জয় ও এক ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তিনে আছে বাংলাদেশ। তিন ম্যাচে তিনটিতেই জয় তুলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মালয়েশিয়া। আর দুই ম্যাচে দুই জয়ে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে পাকিস্তান।

এর আগে জিমি-চয়ন-শিটুলরা ওমানকে ২-১ গোলে হারিয়ে এশিয়াডের যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে হারিয়েছে ৬-১ ব্যবধানে।

আগামী ২৬ আগস্ট (রোববার) থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে গোপিনাথান কৃষ্ণমুর্তির শিষ্যরা। এরপর ২৮ আগস্ট (মঙ্গলবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

সারাবাংলা/এসএন

এশিয়ান গেমস বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর