।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশের পতাকা নিয়ে নেতৃত্ব দেয়া এসএ গেমস স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত হতাশ হলেন নিজের ইভেন্টে। ৬৩ কেজি ওজন শ্রেণিতে সাতজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন এই ভারোত্তোলক।
একে একে বাংলাদেশের পদক জেতার আশা নিভে যেতে শুরু করেছে। এবার ব্যর্থ হলেন মাবিয়াও। শুক্রবার নিজের ইভেন্টে সাতজনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। ছাড়িয়ে যেতে পারেননি নিজেকে। বরং নিজের রেকর্ডের পেছনে পড়ে ছিলেন।
গোল্ড কোস্টে গত এপ্রিলে নিজের ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েন মাবিয়া। গত এপ্রিলে কমনওয়েলথ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে তুলেছিলেন ১৮০ কেজি। চার মাসের মধ্যে তার পারফরম্যান্স নেমে গেল নিচের দিকে।
গোল্ড কোস্টের চেয়ে ২ কেজি ওজন কম তুলেছেন এই ভারোত্তোলক। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৭৮ কেজি ওজন তুলেছেন মাবিয়া। তার আগে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে ১৭৯ কেজি ওজন তুলেছিলেন তিনি।
সারাবাংলা/জেএইচ