Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটিং-কাবাডির পর আর্চারিতেও হতাশা


২৪ আগস্ট ২০১৮ ১৮:৩১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: একে একে আশার বেলুনগুলো ফাটতে শুরু করেছে। এশিয়ান গেমসে যে তিনটি ডিসিপ্লিন ঘিরে বাংলাদেশের আশা ছিল তার দুটি আক্ষরিক অর্থে কবরে চলে গেছে। স্বপ্নের সমাধি আগেই ঘটে গেছে শুটিং ও কাবাডিতে। যে একটু আশা ঝুলে ছিল সেই আর্চারিতেও স্বতন্ত্র ইভেন্টে হতাশ লাল-সবুজরা। এরপর মিশ্র ইভেন্টেও এসেছে ব্যর্থতা।

এশিয়ান গেমসে সুবিধা করতে পারে নি বাংলাদেশের আর্চাররা। কোনও বিভাগেই শেষ আটের বাধা টপকাতে পারেনি তারা। সবশেষ রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে গেছে রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। জাপানের কাছে তারা হেরেছেন ৫-১ সেটে।

বিজ্ঞাপন

কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে অসীম কুমারের সঙ্গে জুটি বেধে বন্যা আক্তার ১৫৪-১৪৯ পয়েন্টে হেরে গেছেন ফিলিপাইনের কাছে।

এর আগে বৃহস্পতিবার জিবিকে আর্চারি ফিল্ডে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি রোমান। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে হারেন তিনি ৬-২ সেটে। আর ইব্রাহিম শেখ চীনা প্রতিযোগীর কাছে হেরেছেন ৬-২ সেটে।

মেয়েদের রিকার্ভে সেরা ৩২ এ ওঠার লড়াইয়ে ইতি খাতুন ৬-৫ সেটে হেরে যান ফিলিপিন্সের প্রতিযোগীর কাছে। এছাড়া নাসরিন হারেন ৬-২ সেটে তাজিকিস্তানের কাছে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর