Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিট্টোরিকে বাদ দিলো ব্যাঙ্গালুরু


২৫ আগস্ট ২০১৮ ১৩:৫০

।। স্পোর্টস ডেস্ক ।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৭ ও ২০১৮ আসরে বাজে পারফরম্যান্স দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি)। শক্তিশালী স্কোয়াড নিয়েও দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে প্রধান কোচ ড্যানিয়েল ভিট্টোরি সরিয়ে দিলো ব্যাঙ্গালুরু।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভেট্টোরির সঙ্গে দলের ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল ও বোলিং কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ডকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের কর্মকর্তারা। তবে বাদ দেয়া হয়নি বোলিং পরামর্শক হিসেবে গতবার যোগ দেওয়া আশিষ নেহারাকে।

আইপিএলের ২০১৭ সালে অষ্টমস্থানে থেকে আসর শেষ করার পর ২০১৮ সালে ষষ্ঠ হয় ব্যাঙ্গালুরু।  পুরো আসরের ১৪টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জয় পায় তারা। ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকা তারকা এবি ডি ভিলিয়ার্স আর ব্র্যান্ডন ম্যাককালামদের মতো খেলোয়াড়দের নিয়ে এমন পারফরম্যান্সের কারণে সমালোচনায় পড়ে দলটি। যে কারণে দলের কোচিং কর্মকর্তাদের সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে দলটির মালিকপক্ষ।

সারাবাংলা/এসএন

ড্যানিয়েল ভিট্টোরি ব্যাঙ্গালুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর