Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএলে টানা জয় মাহমুদউল্লাহদের


২৬ আগস্ট ২০১৮ ১৩:২৭ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ১৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় জয় পেল মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। শনিবার (২৫ আগস্ট) রাতে আসরের ১৬তম ম্যাচে বার্বাডোজের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ক্রিস গেইল-মাহমুদউল্লাহরা।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বার্বাডোজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়াও শাই হোপ ২৬, ডোয়াইন স্মিথ ২০ ও মার্টিন গাপটিল ১৯ রানের ইনিংস খেলেন।

সেন্ট কিটসের বেন কাটিং ও ডেভচিচ ২টি করে উইকেট নেন।

জবাবে জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খায় সেন্ট কিটস। দলীয় ৭ রানে দুই ওপেনার গেইল-লুইসকে হারিয়ে বেশ বিপাকে পড়ে তারা। তবে কিং ও থমাসের দুর্দান্ত ব্যাটিংয়ে সে ধাক্কা ভালভাবেই কাটিয়ে ওঠে সেন্ট কিটস। এরপর কিং ৬০ রান ও থমাস ৩২ রানের ইনিংস খেলে আউট হলেও, শেষদিকে কাটিং (২৯) ও কুপারের (১৩) দারুণ ব্যাটিংয়ে বড় জয় তুলে নেয় সেন্ট কিটস।

বিজ্ঞাপন

বার্বাডোজের মোহাম্মদ ইরফান সর্বোচ্চ ২টি উইকেট নেন।

তবে, ম্যাচটিতে জয়ের দিনে ব্যাটিং কিংবা বোলিংয়ের সুযোগ পাননি মাহমুদউল্লাহ।

এই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সেন্ট কিট। টেবিলের শীর্ষে আছে জ্যামাইকা।

 

সারাবাংলা/এসএন

মাহমুদউল্লাহ সিপিএল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস