Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাসের জার্সিতে গোলের অপেক্ষা বাড়লো রোনালদোর


২৬ আগস্ট ২০১৮ ১৪:১৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

Juventus Cristiano Ronaldo

। স্পোর্টস ডেস্ক ।।

জুভেন্টাসের জার্সিতে দুই ম্যাচে মাঠে নেমেও গোলের দেখা পাননি পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার (২৫ আগস্ট) সিরি আ’তে লাৎসিওর বিপক্ষে মাঠে নেমেও গোলের দেখা মেলেনি তার। তবে এই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে জুভিরা।

লাৎসিওর বিপক্ষে তুরিনের স্টেডিয়াম এই ম্যাচের ৩০ মিনিটে গোল করে দলকে গিয়ে নেন মিরালেম পিজানিক। তার দেয়া গোলে এগিয়ে বিরতিতে যায় রোনালদো-মানজুকিচরা।

বিরতি থেকে ফিরে অভিষেক গোল পেতে মরিয়া হয়ে পড়েন রোনালদো। ম্যাচের ৭১ মিনিটে সেই সুযোগও আসে। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া জোরালো শট সেভ করেন লাৎসিওর গোলরক্ষক। এরপর ম্যাচের ৭৫ মিনিটে আবারও সুযোগ পেয়ে যান তিনি। ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল থেকে সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিআর সেভেন। তবে ফিরে আসা বল থেকে গোলের সুযোগ হাতছাড়া করেননি মানজুকিচ। গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ান তারকা। আর তাতেই ২-০ গোলের জয় পেয়ে যায় জুভেন্টাস।

বিজ্ঞাপন

তবে এই ম্যাচে গোল না পাওয়ায় জুভেন্টাসের জার্সিতে গোলের অপেক্ষা বাড়লো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসা রোনালদোর।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস সিআর সেভেন সিরি আ

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর