বার্সেলোনাতেই থাকবো: রাকিতিচ
২৬ আগস্ট ২০১৮ ১৬:১৭
।। স্পোর্টস ডেস্ক ।।
দল বদলের মৌসুমে গুঞ্জন উঠেছিল ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিতিচ বার্সেলোনা ছাড়ছেন। তবে সব গুঞ্জন এবার নিজেই উড়িয়ে দিলেন রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ দলের তারকা এই মিডফিল্ডার। বার্সেলোনা ছেড়ে যাবেন না বলেই জানিয়ে দিলেন ক্রোয়াট এই মিডফিল্ডার।
এই মৌসুমে রাকিতচকে দলে নিতে বেশ আগ্রহ দেখিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে শনিবার (২৫ আগস্ট) রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনা জয় পাওয়ার পর রাকিতিচ নিশ্চিত করেছেন, ক্যাম্প ন্যু ছাড়বেন না তিনি, ‘গত কয়েক দিন ধরে ভাবছিলাম কয়েকটি বিষয়ে কথা বলবো। চার বছর ধরে এখানে (বার্সেলোনা) আছি এবং লম্বা সময় ধরে এখানেই খেলার ইচ্ছা আছে।’
লা লিগার এবারের মৌসুমে বার্সার জার্সিতে দুটি ম্যাচেই মাঠে নেমেছেন রাকিতিচ। ক্রোয়াট এই মিডফিল্ডার মনে করছেন, বার্সার হয়ে খেলে যা পেয়েছেন, সেটা অন্য কোথাও পাবেন না, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। আমার স্ত্রী ও এজেন্টের (আর্তুরো) সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়, এমন কোনো জায়গা নেই যেখানে আমি এর চেয়ে বেশি কিছু পাবো।’
শুধুমাত্র পিএসজি নয়, বেশকটি ক্লাবই এবার রাকিতিচকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। তবে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। রাকিতিচ বলেন, ‘বেশকটি ক্লাব আমাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এখানে থাকতে চাই।’
রাকিতিচের সঙ্গে ক্লাব বার্সেলোনার চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। তবে রাশিয়া বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সের কারণেই তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে বেশকটি ক্লাব। এরপরই তার (রাকিতিচ) রিলিজ ক্লজ বাড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সা কর্তৃপক্ষ জানিয়েছিল, রাকিতিচকে দলে নিতে ১২৫ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।
অবশ্য রিলিজ ক্লজ দিয়েই বার্সা বুঝিয়ে দিয়েছিল বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে ছাড়তে আগ্রহ নেই তাদের। এবার চূড়ান্ত সিদ্ধান্তটা নিজেই জানিয়ে দিলেন রাকিতিচ।
সারাবাংলা/এসএন