।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: এবারের এশিয়ান গেমসে বাছাইপর্ব খেলেই এশিয়ান গেমসের টিকিট কাটতে হয়েছিলো বাংলাদেশকে। কিন্তু ইন্দোনিশয়ায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আসরে তিন জয়ে এশিয়ার সেরা ছয়ে ঢুকে পরের এশিয়ান গেমস টিকিট নিশ্চিত করে ফেলেছে জাতীয় হকি দল। সামনের আসরে বাছাইপর্বের ঝামেলায় পড়তে হচ্ছে না শিটুল-আশরাফুলদের।
প্রথম দুই ম্যাচে ওমান ও কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচে হেরে ফের ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। থাইল্যান্ডকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। পেনাল্টি কর্নার থেকে দুই গোল করেছেন পিসি স্পেশালিস্ট আশরাফুল। বাকী একটি গোল মিলনের।
এ জয়ে সেরা ছয় নিশ্চিত করে ফেলেছে গোপিনাথান কৃষ্ণমুর্থীর শিষ্যরা। এখনও পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচ আছে ২৮ তারিখ।
পঞ্চম নির্ধারণী ম্যাচটি খেলবে বাংলাদেশ ১ সেপ্টেম্বর।
সারাবাংলা/জেএইচ