Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করলো রবি


২৬ আগস্ট ২০১৮ ২০:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: দুই পক্ষের চুক্তি ছিল ২০১৯ সাল পর্যন্ত। কিন্তু সেটা আর শেষ হলো না, তার আগেই বিসিবির সঙ্গে চুক্তিটা বাতিল করল বহুজাতিক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। আজ তারা নিশ্চিত করেছে, বিসিবির সঙ্গে আর চুক্তি রাখছে না।

কিন্তু কী কারণে চুক্তি বাতিল করল রবি? এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হতে পারাটা আমাদের জন্য দারুণ সম্মানের। ২০১৫ সাল থেকে বাংলাদেশ দলের ক্রমবর্ধবান উন্নতিরও আমরা সাক্ষী। বাংলাদেশের ক্রিকেট নাজমুল হাসান পাপনের দক্ষ নেতৃত্বে খেলার পাশাপাশি মাঠের বাইরেও এগিয়ে যাচ্ছে। আমরা ভক্ত ও প্রচারমাধ্যমের বন্ধুদের কাছেও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞ।’

কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমরা মনে করি আমাদের এখনকার চুক্তিটা অনেক শর্ত মেনে চলতে পারছে না। এই অবস্থায় আমরা এই মুহূর্ত থেকেই অত্যন্ত দুঃখের সঙ্গে চুক্তিটা বাতিল করতে বাধ্য হচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটকে আমরা অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবো। আশা করি, সামনে কোনো না কোনোভাবে আমরা দলের সঙ্গে যুক্ত হবো।’

২০১৫ সালে টপ অব দ্য মাইন্ড থেকে দুই বছরের জন্য দলের স্বত্ব কিনেছিল রবি। তখন সেটির মূল্যমান ছিল ৪১.৪১ কোটি টাকা। এরপর রবি নিজেরাই দলের স্বতে কেনে, সেটার মূল্যমান প্রকাশ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, তা ৬০ কোটি টাকার কাছাকাছি। বিশ্বকাপের আগে এখন নতুন করে পৃষ্ঠপোষক খুঁজতে হবে বিসিবিকে।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর