Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোসাদ্দেকদের ব্যাপারে কঠোর হবে বোর্ডের অবস্থান


২৭ আগস্ট ২০১৮ ১৬:৪৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

অনেক দিন থেকেই মাঠের বাইরের নেতিবাচক কারণে শিরোনামে আসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। স্ত্রী নির্যাতন থেকে শুরু করে শৃঙ্খলাবহির্ভূত বেশ কিছু অভিযোগ এসেছে ক্রিকেটারদের বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেছেন তার স্ত্রী। এ নিয়ে মোসাদ্দেক অবশ্য এখনো মুখ খোলেননি। তবে আজ বিসিবিতে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, যদি অভিযোগের সত্যতা থেকে থাকে, বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন

সর্বশেষ সাব্বির রহমানের শৃঙ্খলাজনিত কারণে বিসিবির কাঠগড়ায় উঠেছিলেন। সেটা নিয়ে অবশ্য এখন পর্যন্ত কিছু জানায়নি বিসিবি। তবে মোসাদ্দেকের বিরুদ্ধেও অভিযোগ উঠায় এবার ব্যাপারটা বেশ গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আপনি ঠিকই বলেছেন, এটা পুরোটাই তাদের ব্যক্তিগত ও পারিবারিক ব্যাপার। তবে আমরা অভিভাবক হিসেবে বলতে পারি, বোর্ড এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে। এই মুহূর্তে আমাদের সভাপতি মহোদয় দেশের বাইর আছেন। উনি যাওয়ার আগে এ ব্যাপারে কথা হয়েছে। মোসাদ্দেকের ব্যাপার ছাড়াও অন্য কিছু ব্যাপারেও কথা হয়েছে। আগে আমাদের কিছু পদক্ষেপ আপনারা সবাই দেখেছেন। তারপরও যদি অবস্থার উন্নতি না হয় বোর্ড আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

মোসাদ্দেকের ব্যাপারটা যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, সেটা সেখানে নিষ্পত্তি কী হয় তা দেখবে বিসিবি। এরপর সংশ্লিষ্ট খেলোয়াড়দের ডাকা হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী, ‘মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি, উনার স্ত্রী মামলা করেছেন। যেহেতু ওটা আদালতে চলে গেছে, আদালতে নিষ্পত্তি হোক। আর আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মত করে দেখব। হয়ত খুব শীঘ্রই বসবো, সংশ্লিষ্ট প্লেয়ারদের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

ক্রিকেটার বাংলাদেশ বিসিবি মামলা মোসাদ্দেক হোসেন যৌতুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর