Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা আসছে শেহজাদের!


২৭ আগস্ট ২০১৮ ১৯:২৭ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ২১:৫৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ছয় মাসের জন্য নিষিদ্ধ হতে চলেছেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ডোপ টেস্ট পজিটিভ হওয়ার কারণেই তাকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (২৭ আগস্ট) দেশটির গণমাধ্যম জানায়, দুয়েকদিনের মধ্যেই নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

এর আগে এবছরের মে’তে পাকিস্তানের ঘরোয়া লিগে (পাকিস্তান কাপ টুর্নামেন্ট) ডোপ টেস্ট করার পর সেটির ফলাফল পজিটিভ ধরা পড়ে। যে কারণে অনির্দিষ্ট কালের জন্য ক্রিকেট মাঠের বাইরে রাখা হয় ২৬ বছর বয়সী এই ওপেনারকে। মূলত এন্টি-ডোপিং আইন না মানার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি।

তবে প্রথমবারের মতো এই আইন লঙ্ঘনের কারণে ছয় মাসের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে শেহজাদ। এরপর দ্বিতীয়বার এই আইন লঙ্ঘন করলে দুই বছর এবং তৃতীয়বার একই ধরনের আইন লঙ্ঘন করলে আজীবনের নিষেধাজ্ঞা পাবেন পাকিস্তানি এই ক্রিকেটার।

সারাবাংলা/এসএন

আইসিসি আহমেদ শেহজাদ নিষেধাজ্ঞা পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর