Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্মি সেন্টারে ঘাঁটি গেড়েছে পাকিস্তানিরা


২৮ আগস্ট ২০১৮ ১৫:১৩

।। স্পোর্টস ডেস্ক ।।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে ক্যাম্পটি। নিজেদের ফিটনেস ধরে রাখতে ক্রিকেটাররা আবোতাবাদের আর্মি স্কুল অব ফিজিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টারের শরণাপন্ন হয়েছেন।

এর আগেও পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তানি ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছিলেন।

আর্মি স্কুলে ক্রিকেটারদের ১০০ মিটার দৌড়, স্টেপ ক্লাইম্বিং, দীর্ঘ দূরুত্বের দৌড় আর হার্ডলেস নিয়ে কাজ করতে হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত সরফরাজ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, হাসান আলিরা সেখানে অবস্থান করবেন। এরপর শুরু করবেন ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটি।

ক্রিকেটের মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জয়ী পাকিস্তান এবার এশিয়া কাপে খেলবে ট্রফি জেতার লক্ষ্য নিয়ে। দুবাইয়ে হতে যাওয়া আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান, অন্য দলটি বাছাইপর্ব পেরিয়ে আসবে। আরব আমিরাতকে নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান। অন্য দলগুলোর চেয়ে তাই বেশি সুবিধা পাবে এশিয়ার এই দেশটি। উদ্বোধনী দিনে ১৫ সেপ্টেম্বর অপর গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর