Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাঠের বাইরের’ ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে না টাইগাররা


২৯ আগস্ট ২০১৮ ১৭:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বেশ কদিন ধরে নেতিবাচক কারণে শিরোনাম ক্রিকেটাররা। কদিন আগেই মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী। এসব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও নিজের উদ্বেগ জানিয়েছেন। জাতীয় একটি দৈনিকের কাছে স্বীকার করেছেন, এই ব্যাপারটি বোর্ডের জন্য বিব্রতকর। বুধবার (২৯ আগস্ট)মিরপুরে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো সৌম্য সরকারকে।

বিজ্ঞাপন

জাতীয় দলের এই ওপেনার খেলার বাইরের এই বিষয় নিয়ে মাথা ঘামাতে চাইলেন না। কিছুটা বিরক্তি নিয়েই বললেন, আপাতত তাদের মনযোগ খেলায়।

জাতীয় দলের ক্রিকেটারদের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ আসছে বেশ কদিন ধরে। বিশেষ করে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। বোর্ডের প্রধান নির্বাহী কদিন আগেই জানিয়েছেন, এ ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নেবেন। সৌম্য বললেন, এটা নিয়ে তারা এখন একদমই মাথা ঘামাচ্ছেন না, ‘অবশ্যই, এটা বিব্রতকর। এটা সবার ব্যক্তিগত ব্যাপার। এখন ক্যাম্প শুরু হয়ে গেছে। এখন যতটুকু লেখালেখি হয়েছে,আমরা চেষ্টা করেছি সেটা নিয়ে মাথা না ঘামাতে, নেতিবাচকভাবে না নিতে। এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে। সবার ফোকাস এখন খেলার দিকে, এটা নিয়েই সবার চিন্তা।’

আপাতত তাই মাঠের বাইরের ভাবনা একদিকে সরিয়ে এশিয়া কাপের দিকেই দৃষ্টি দিতে চাইছেন সৌম্য, ‘এখন ক্যাম্প শুরু হয়ে গেছে। ১৫ দিন পর বড় একটা আসর। ওসব নিয়ে চিন্তা করার কারও সময় নাই। ভালো খেলতে হবে, দল কীভাবে ভালো করবে সবাই সেটা নিয়েই ভাবছে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর