Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওয়ার ক্রিকেট খেলে যেতে চান সৌম্য


২৯ আগস্ট ২০১৮ ১৮:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

২০১৫ সালে ধুমকেতুর মতো তার উত্থান। তখন তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সৌম্য সরকারই ছিলেন প্রথম পছন্দ। এরপর লম্বা একটা সময় নিজেকে হারিয়ে খুঁজেছেন। টি-টোয়েন্টিতে এখনো জায়গা থাকলেও ওপেনার হিসেবে নেই, ওয়ানডে দল থেকে বাদই পড়ে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও বাজে শট খেলে আউট হয়ে গেছেন। তবে বুধবার (২৯ আগস্ট) মিরপুরে সৌম্য বললেন, তিনি তার মতোই খেলবেন। পাওয়ার ক্রিকেটই খেলতে চান সবসময়।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের শুরু থেকেই সৌম্য আগ্রাসী ব্যাটিংই করে আসছেন। কিন্তু গত বেশ কিছু দিনে নিজের ট্রেডমার্ক শট খেলতে পারছেন না, ওয়েস্ট ইন্ডিজ সফরেই যেমন আউট হয়ে গেছেন পুল করতে গিয়ে। সৌম্য জানালেন নতুন কোচ স্টিভ রোডসের সঙ্গে এখনো এসব নিয়ে বিস্তারিত আলাপ হয়নি, ‘আমি তার (কোচ) সাথে বেশিদিন কাজ করিনি। টি-টোয়েন্টির সময় গিয়েছিলাম। অল্প কাজ করার সুযোগ হয়েছে। অবশ্যই স্বাভাবিক খেলাটা খেলতে হবে। কেননা স্বাভাবিক খেলা থেকে কেউ বের হলে আপনি বুঝতে পারবেন যে সে স্বাভাবিক খেলার মধ্যে নেই। হয়তো সে খেলার বলটা খেলছে না বা একটু শেকিনেস (হাত কাঁপা বা অনভ্যস্ত অর্থে) আছে। সে যদি দলের জন্য খেলে বা সঠিক উপায়ে খেলে তাহলে সে মারার বলটা মারবেই। ’

নতুন কোচের কাছ থেকে যা-শিখেছেন, সেটা নিজের মতো করেই প্রয়োগ করতে চান সৌম্য, ‘আসলে এক এক জনের নেওয়ার ধরন এক এক রকম। দেখা যাচ্ছে কেউ আজকে মারার বলটা মারতে গিয়ে আউট হয়ে গেল, সে আর পরের দিন ওই বলে মারবে না। আবার দেখা গেল কেউ একটা মারার বল ছেড়ে দিল, পরে আবার ওই বলেই মারতে গেল, এটা আসলে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। আমি আসলে মারার বলটা মারি সবসময়। কোচের কথা জানি না, কিন্তু আমি পাওয়ার ক্রিকেট খেলি। মারার বলটা সবসময় মারার চেষ্টা করি।’

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, ওয়ানডেতে ছয়-সাত নম্বরের জন্য ভাবা হচ্ছে সৌম্যকে। যেখানেই সুযোগ পান, দলের জন্য অবদান রাখতে চান তিনি, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানে খেলে দলকে জেতাতে পারি বা দলকে সাহায্য করতে পারি সেখানেই খেলবো। তাই আমি ওপেন করি বা সাতে খেলি আমার কাজ হবে পারফর্ম করা। আর আমি পারফর্ম করলে দলেরও সাহায্য হবে। ’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর