Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বল্পমেয়াদের স্পন্সর খোঁজার কথা ভাবছে বিসিবি


৩০ আগস্ট ২০১৮ ১৮:৫৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

মাত্রই বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করেছে বহুজাতিক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। এর মধ্যে বিসিবি জাতীয় দলের নতুন স্পন্সরের জন্য আবেদন নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, স্পন্সর খোঁজার কাজ শুরু হয়েছে। আপাতত স্বল্পমেয়াদের স্পন্সরের কথাও ভাবতে পারে বোর্ড। সেক্ষেত্রে সিরিজ হিসেবে পৃষ্ঠপোষক নিয়ে নতুন বছরের জন্য পাকাপাকিভাবে পৃষ্ঠপোষক নিতে পারে।

বিজ্ঞাপন

সামনের বছরের বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের পৃষ্ঠপোষক থাকার কথা ছিল রবির। কিন্তু কদিন আগেই সেই চুক্তি বাতিল করেছে তারা। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী তখন বলেছিলেন, এই সিদ্ধান্তে তারা অবাক। প্রতিযোগী কোম্পানির সঙ্গে কিছু ক্রিকেটারদের আলাদা চুক্তি থাকার কারণে রবি ক্ষতিগ্রস্ত হয়েছে-এমনটাই বলা হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। সেটা স্বীকার করলেন বিসিবি সভাপতি।

কিন্তু এত কিছুর পরও চুক্তি বাতিল করাতে তিনি কিছুটা অবাক, ‘অরিজিনাল যখন টেন্ডার করি সেখানে এই ধারাটা ছিল না। এই সমস্যা সব সময় ছিল। এত টাকা দিয়ে বোর্ড চুক্তি করল একটা কোম্পানির সঙ্গে, প্লেয়াররা যদি এক/দেড় কোটি টাকা নিয়ে অন্য ব্রান্ডে কাজ করে তাহলে ওরা তো পাচ্ছে না। তাহলে স্পন্সর দিয়ে ওদের লাভ কি হলো। এটা সাধারণত সারা বিশ্বেই আছে। কম্পিটিটরের সঙ্গে চুক্তি করা যায় না। এটা দুঃখজনক। রবি বলার পর কিন্তু প্লেয়ারদের চুক্তি ক্যানসেল করেছিল, তারপরও ওরা চলে যাবে। এটা আমরা ভাবিনি। হ্যাঁ ওরা চুক্তিতে আসার পরও ছিল। যা ছিল আমরা ওয়েস্ট ইন্ডিজে আসার আগ মুহূর্তে মাশরাফি ও তামিম ওরাও সই করে দিয়েছে, ক্যানসেল করে দিয়েছি। তারপরও তারা চলে যাবে আশা করিনি। কিন্তু যেকোন চুক্তিতেই বাতিলের ধারা থাকে।’

বিজ্ঞাপন

এই মুহূর্তে লম্বা সময়ের কাউকে পেয়ে গেলে তো ভালোই। নইলে আপাতত সিরিজ হিসেবে দিয়ে জানুয়ারি থেকে নতুন স্পন্সর খোঁজার কথা ভাবছে বিসিবি, জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমরা যেটা মনে করি অপশন দুইটা। এখনি কাউকে লং টার্ম দিয়ে দেয়া, আর আরেকটা হলো যেহেতু আর কয়েকটা মাস, চার মাসের মতো আছে, সিরিজ বাই সিরিজ বেসিসে জানুয়ারি থেকে আমরা লং টার্মে যাব। আপাতত চার মাসের জন্য কাউকে স্পন্সর দিতে পারি। আশা করি ভালো কিছুই হবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর