Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ জয়ীদের উপরই আস্থা রাখলেন ফরাসি কোচ


৩০ আগস্ট ২০১৮ ১৯:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

গত মাসেই রাশিয়া বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতা ফরাসিরা এবার মাঠে নামবে ন্যাশনস লিগের আসরে। বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম দুই প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং নেদারল্যান্ডস। ফরাসি কোচ দিদিয়ের দেশম রাশিয়া বিশ্বকাপে নিয়ে যাওয়া দলটিই রেখে দিয়েছেন।

গত বিশ্বকাপে থাকা ২৩ জনের স্কোয়াড থেকে মাত্র একজন ছিটকে পড়েছেন আসন্ন দুই ম্যাচের জন্য। গোলরক্ষক স্টিভ মানদানদা ইনজুরির কারণে খেলতে পারবেন না ফরাসিদের জার্সিতে। তার জায়গায় এসেছেন বেনিত কসটিল। এছাড়া, গোলবারের দায়িত্বে দেখা যেতে পারে পিএসজির আলফোনসো আয়ারোলা কিংবা টটেনহ্যামের হুগো লরিসকে। তবে, দেশমের প্রথম পছন্দ লরিস।

ফ্রান্স স্কোয়াড:
গোলকিপার: আলফোনসো আয়ারোলা (প্যারিস সেন্ট জার্মেই), বেনিত কসটিল (বারডোয়ে), হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার)
ডিফেন্ডার: রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ), বেঞ্জামিন মেন্ডি (ম্যানচেস্টার সিটি), লুকাস হার্নান্দেজ (অ্যাতলেতিকো মাদ্রিদ), বেঞ্জামিন প্যাভার্ড (স্টুটগার্ট), স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা), প্রেসনেল কাম্পেমবে (প্যারিস সেন্ট জার্মেই), আদিল রামি (মার্সেই), জিব্রিল সিডিব (মোনাকো)
মিডফিল্ডার: এনগোলো কান্তে (চেলসি), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্লেইজ মাতুইদি (জুভেন্টাস), কোরেন্টিন টোলিসসো (লিওন), স্টিভেন এনজনজি (রোমা)
ফরোয়ার্ড: মুসা দেম্বেলে (বার্সেলোনা), অ্যান্তোনিও গ্রিজম্যান (অ্যাতলেতিকো মাদ্রিদ), ফ্লোরিয়ান থাউভিন (মার্সেই), নাবিল ফেকির (লিওন), অলিভিয়ার জিরুদ (চেলসি) এবং কাইলিয়ান এমবাপে (প্যারিস সেন্ট জার্মেই)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর