Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির সামনে নতুন শিকার


৩১ আগস্ট ২০১৮ ১৯:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে এবার লড়তে হবে চ্যাম্পিয়ন্স লিগের কঠিন গ্রুপে। ‘বি’ গ্রুপে থাকা মেসি-সুয়ারেজ-কুতিনহোদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার, ইন্টার মিলান এবং পিএসভি। টটেনহ্যামের বিপক্ষে গ্রুপ পর্বে গোল করলেই মেসি স্পর্শ করবেন নতুন এক মাইলফলক।

টটেনহ্যাম গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল এবং আরেক ক্লাব ইন্টার মিলান ইতালিয়ান লিগ সিরি আতে চতুর্থ হয়েছিল। বার্সার প্রতিপক্ষ অন্য দলটি নেদারল্যান্ডসের পিএসভি।

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। গত মৌসুমে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে মাঠে নামার আগে ক্লাবটির বিপক্ষে মেসির গোল খরা সামনে এসেছিল। আগের আটবারের দেখায় চেলসির জালে একবারও বল জালে জড়াতে পারেননি এই তারকা। অবশেষে নবমবারের দেখায় চেলসির বিপক্ষে গোলের খরা কাটিয়েছিলেন মেসি। এবার আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামের সামনে পড়তে যাচ্ছেন মেসি। টটেনহ্যামের বিপক্ষে গোল পেলেই মেসি গড়বেন অন্যরকম এক রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং চেলসির বিপক্ষে গোল পাওয়া মেসি ইংলিশ ক্লাব হিসেবে শীর্ষ চারে থাকা টটেনহ্যামের বিপক্ষে গোল করলে তার শিকারের সংখ্যাটা বাড়বে। মেসি সবচেয়ে বেশি গোল করেছেন আর্সেনালের বিপক্ষে। তাতে মেসির শিকার হবে সর্বোচ্চ পাঁচটি ইংলিশ ক্লাব।

বার্সেলোনা এবং লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড দখল করে নেওয়া মেসি আরও কিছু ক্লাবের বিপক্ষে গোলশূন্য রয়েছেন। ইতালিয়ান ক্লাব উদিনিস এবং রাশিয়ান ক্লাব রুবিন কাজান মেসিকে গোল বঞ্চিত রেখেছে। ২০০৪-০৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে উদিনিসকে পেলেও মেসি জাল খুঁজে পাননি। আর রাশান ক্লাব রুবিন কাজানকে দুই মৌসুমে (২০০৯-১০, ২০১০-১১) পেলেও ব্যর্থ হয়েছেন মেসি।

বিজ্ঞাপন

উদিনিসের বাইরে মেসিকে গোলবঞ্চিত রাখা ইতালিয়ান ক্লাবটি ইন্টার মিলান। ২০০৯-১০ মৌসুমে তিনবার ইন্টারের মুখোমুখি হয়েও গোল পাননি বার্সার ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবগুলোর লিভারপুল আটকে রেখেছে মেসিকে। ২০০৬-০৭ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ২০ বছর বয়সী মেসিকে গোলবঞ্চিত রেখেছিল ‘অলরেড’রা।

মেসির গোল খরার সেই তালিকায় অচেনা কিছু স্প্যানিশ ক্লাবও রয়েছে। যেমন কাদিজ, মুর্সিয়া ও জেরেজ। যে ক্লাবগুলো এখন লা লিগাতেও অনিয়মিত। কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে ২০১১ ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিতে বার্সা ৪-০ ব্যবধানে জিতলেও মেসি গোল পাননি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর