Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরে গেলেন দেশসেরা হকির তারকা চয়ন


৩১ আগস্ট ২০১৮ ২০:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

যারা হকি পাড়ার খোঁজ রাখেন না তাদের বাংলাদেশ জাতীয় হকি দলের একজন খেলোয়াড়ের নাম বলতে বললে প্রথমেই বলবে-মামুনুর রহমান চয়ন। জাতীয় দলের সাবেক জার্মান কোচ গেরহার্ড পিটার চয়নকে বলে গিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা হকি খেলোয়াড়। লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে হকির টার্ফ মাতিয়েছেন চয়ন। প্রায় এক যুগ ধরে দেশকে সার্ভিস দেওয়ার পর শুক্রবার (৩১ আগস্ট) হঠাৎ করেই জাতীয় দলকে বিদায় বলে দিলেন দেশসেরা এই হকির তারকা।

বিজ্ঞাপন

এশিয়ান গেমস খেলতে এই মুহূর্তে চয়ন রয়েছেন ইন্দোনেশিয়ায়। সেখান থেকে শুক্রবার সন্ধ্যার কিছু পরেই নিজের ফেসবুক পেজে চয়ন বিশাল একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, অবসরের সিদ্ধান্তটা একান্তই তার নিজস্ব। বিদায় বেলায় জানিয়েছেন, একদিন না একদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে।

সুন্দর করে গুছিয়ে লেখা চয়নের পোস্টটি সারাবাংলার পাঠকদের জন্য তুলে দেওয়া হলো:

বাংলাদেশ জাতীয় হকি দলে দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের এবং সম্মানের। আমি জাতীয় দলে দীর্ঘদিন সহকারী অধিনায়ক তারপর অধিনায়কের দায়িত্ব পালন করেছি। আমার উপর আস্থা রাখার জন্য এবং বাংলাদেশ জাতীয় হকি দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। হকি থেকে আমি অনেক কিছু পেয়েছি হকি আছে বলেই আজ আমি চয়ন। আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে কখনো ভালো খেলেছি কখনো খারাপ খেলেছি কখনো বাংলাদেশ দলের হয়ে গোল করতে পেরেছি কখনো পারি নাই। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি মাঠে আমার সর্বোচ্চ দেয়ার। আমি আমার ভক্তদের সব সময় সব ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি।

বিজ্ঞাপন

এই মুহূর্তে দল হিসেবে আমরা খুব ভাল খেলছি। আমাদের টিমের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। যে কোন দলকে আমরা গোল দেয়ার ক্ষমতা রাখি। যদি বাংলাদেশ হকি ফেডারেশনের সঠিক পরিকল্পনা থাকে তাহলে আমার বিশ্বাস আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলব আর সেদিন বেশি দূরে নয়। আমি মনে করি বাংলাদেশ জাতীয় হকি দল থেকে অবসর নেয়ার এটাই আমার উপযুক্ত সময়। কালকে কোরিয়ার সাথে ম্যাচ হবে আমার জাতীয় দলে খেলা শেষ ম্যাচ (এশিয়ার গেমস)।

আমার ফ্যামিলি সেটাই চায়..আমি আমার বাবা মার একমাত্র ছেলে। আর আমারও একটাই ছেলে ওর বয়স তিন বছর। আমার ছেলেটা কিভাবে বড় হলো..কীভাবে হাঁটা শিখলো..কিভাবে কথা বলা শিখছে..আমি কিছুই দেখতে পারি নাই, সবকিছু ফোনে শুনতে হয়েছে। আর কতো ঈদ যে দেশের বাইরে করেছি তার হিসেব নেই এখন থেকে আমার পুরোটা সময় আমি আমার ফ্যামিলিকে দিতে চাই, আমার ছেলেকে দিতে চাই। হয়তো বুকে আর জাতীয় পতাকা দৃশ্যমান থাকবে না। তবে দেশের প্রতি ভালোবাসা সব সময় থাকবে। হকির প্রতি ভালোবাসা সবসময় থাকবে। অনেক মিস করবো আমার সাথে জাতীয় দলে খেলা সকল খেলোয়াড়দের। কত যে মজার স্মৃতি আছে বলে শেষ করা যাবে না…অনেক মিস করবো খেলার আগে শুরু হওয়া আমাদের জাতীয় সংগীতকে। অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের নিজেদের জাতীয় সংগীত গাওয়ার অনুভূতি যে কি তা বলে বোঝানো যাবে না..।

যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারি এবং আমার কর্মস্থান বাংলাদেশ নৌ বাহিনী হকি দলকে সকল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আমি মামুনুর রহমান চয়ন সজ্ঞানে স্বইচ্ছায় কারো প্রতি কোনো অভিযোগ ছাড়া বাংলাদেশ জাতীয় হকি দল থেকে অবসর গ্রহণ করলাম..আসসালামু আলাইকুম…।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর