Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ মাসের জেল হতে পারে পিকের


১ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৩

।। স্পোর্টস ডেস্ক ।।

বার্সেলোনার স্প্যানিশ তারকা ডিফেন্ডার জেরার্ড পিকেকে আটক করেছে স্পেনের পুলিশ। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় তাকে গ্রেপ্তার করা হয়। পিকের গাড়ি থামিয়ে তার কাছে কাগজপত্র চায় পুলিশ। পিকের দেয়া কাগজে দেখা যায়, পূর্বের এক ঘটনায় তার লাইসেন্স বাতিল করা হয়েছিল।

এর আগেও পিকে একই কাজ আরো একবার করেছিলেন। এবার বৈধ লাইসেন্স না থাকায় তাকে গাড়িসহ আটক করে পুলিশ। তবে, আটকের কয়েক ঘণ্টা পর পিকেকে ছেড়ে দেয়া হয়েছে।

কাতালান রেডিও কাদেনা সের বরাতে ক্রীড়া বিষয়ক গণমাধ্যম মার্কা জানিয়েছে, ফৌজদারি অপরাধের জন্য দ্রুতই পিকের বিরুদ্ধে সমন জারি করতে পারে স্প্যানিশ আদালত।

তাতে, পিকের প্রায় ৬ মাসের জেল হতে পারে। এছাড়া তাকে ২ লাখ ৮৮ হাজার ইউরো জরিমানা দিতে হবে কিংবা ৯০ দিনের জন্য কমিউনিটি সেবায় কাজ করতে হবে।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর