Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিকে বিশ্রামে রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড


১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। এই আসরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে, বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার শিখর ধাওয়ান।

নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন খলিল আহমেদ। ২০ বছর বয়সী এই বাঁহাতি পেসার ভারতের কোনো ফরম্যাটেই এর আগে খেলার সুযোগ পাননি। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে পরিচালিত ভারতীয় ‘এ’ দল থেকে সরাসরি জাতীয় দল খেলার সুযোগ পাচ্ছেন এবারই প্রথম।

দুবাইয়ে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপে অন্য দলটি আফগানিস্তান। এবারের এশিয়া কাপে কিছুটা পরিবর্তন এনেছে। প্রতিবারই ওয়ানডে ফরম্যাটে খেলা হয়। তবে, গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেই আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টির পর এবারের এশিয়া কাপ হবে ওয়ানডেতে। এবারো ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান পড়েছে গ্রুপ ‘বি’ তে। অন্য গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান সহ আরেকটি দল। সেটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে খেলবে ফাইনাল ম্যাচ। সবকটি খেলা হবে আবুধাবি ও দুবাইয়ে।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনীষ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হারদিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরাহ।

বিজ্ঞাপন

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর