Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় পেয়েছেন নাদাল-সেরেনা-শারাপোভা


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল, আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামস। আর সহজ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা।

ছেলেদের এককে ঘাম ঝরিয়ে জয় পেয়েছেন নাদাল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে জর্জিয়ার অবাছাই নিকোলোস বাসিলাশভিলিকে হারিয়েছেন এই স্প্যানিশ তারকা। ৩ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে জয় পান তিনি। ২০১১ সালের পর সবকটি গ্র্যান্ড স্লামেই কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে নাদাল জিতেছেন ৬-৩, ৬-৩, ৬-৭ (৬-৮) ও ৬-৪ গেমে। কোয়ার্টার ফাইনালে নবম বাছাই ডিমিনিক থিয়েমের মুখোমুখি হবেন তিনি।

কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ নবম বাছাই অস্ট্রিয়ান তারকা ডমিনিক থিয়েম প্রি-কোয়ার্টারে পঞ্চম বাছাই কেভিন অ্যান্ডারসনকে ৭-৫, ৬-২, ৭-৬ (৭/২) সেটে পরাজিত করেন।

এদিকে, মেয়েদের এককে গত ম্যাচে বড় বোন ভেনাসকে হারানোর পর চতুর্থ রাউন্ডে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন কাইয়া কানেপি। প্রথম সেটে এস্তোনিয়ার কানেপি হারেন ৬-০ গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে সেরেনাকে হারিয়ে দেন ৪-৬ গেমে। তৃতীয় বা শেষ সেটে সেরেনা ম্যাচ জিতে নেন ৬-৩ গেমে। কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভার মুখোমুখি হবেন সেরেনা।

সেরেনার মুখোমুখি হতে যাওয়া প্লিসকোভা হারিয়েছেন অ্যাশলেই বার্টিকে। অষ্টম বাছাই প্লিসকোভা তাকে হারিয়েছেন ৬-৪, ৬-৪ গেমে।

আর মেয়েদের এককে মারিয়া শারাপোভা সহজেই হারিয়ে দেন সাবেক ফ্রেঞ্চ ওপেন জয়ী জেলেনা ওস্তাপেঙ্কোকে। রাশিয়ান সুন্দরী জিতেছেন ৬-৩, ৬-২ গেমে। পরের রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ স্প্যানিশ তারকা সুয়ারেজ নাভারো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর