সাফের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৭ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮। এবারের আসরের আয়োজক দেশ বাংলাদেশ। অংশগ্রহণকারী দলগুলো তাদের দল ঘোষণা করলেও বাকি ছিল বাংলাদেশের দল ঘোষণা। আসর শুরুর একদিন আগে দল ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মঙ্গলবার সাফের উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। কোচ জেমি ডে ২০ সদস্যের দল চূড়ান্ত করেছেন। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ১০ জন।
এবারের দলে নেই জুয়েল রানা, জাফর ইকবাল এবং নাবীব নেওয়াজ জীবন। ফলে, ঘরের মাটিতে সাফ খেলা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাদ পড়া বাকিরা হলেন মনজুরুর রহমান মানিক, মতিন মিয়া, আব্দুল্লাহ, ফজলে রাব্বি, মাহফুজ হাসান প্রীতম, রহমত মিয়া।
তরুণ ও অভিজ্ঞদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছেন এই ইংলিশ কোচ। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে খেলা একাদশের খেলোয়াড়দের বেশি সুযোগ করে দিয়েছেন জেমি ডে।
আগামী ৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে ভুটানের বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।
সাফের চূড়ান্ত দলে যারা জায়গা পেয়েছেন:
আশরাফুল ইসলাম রানা, শহীদুল ইসলাম সোহেল, মামুনুল ইসলাম, তপু বর্মন, ইমন মাহমুদ বাবু, ওয়ালি ফয়সাল, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, মাশুক মিয়া জনি, সুশান্ত ত্রিপুরা, মাহবুবুর রহমান সুফিল, নাসির চৌধুরী, ফয়সাল মাহমুদ, জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, আনিসুর রহমান জিকো, সাদ উদ্দীন, সোহেল রানা ও সাখাওয়াত রনি।
সারাবাংলা/এমআরপি/জেএইচ