আর্জেন্টিনা দলে ইনজুরির হানা
৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৮
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই সমালোচনায় আর্জেন্টিনা জাতীয় দল। এরই মধ্যে প্রায় এক বছর জাতীয় দল থেকে সাময়িক অবসর নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর সবাই দেখতে চেয়েছিলেন কেমন হতে পারে নতুন আর্জেন্টিনা!
আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে মেসি খেলবেন না। আগামী ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালা এবং চার দিন পর নিউ জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেন অন্তবর্তীকালীন কোচ স্কালোনি। জর্জ সাম্পাওলির রাশিয়া বিশ্বকাপের দলে থাকা ২৩ সদস্যের মধ্যে মাত্র ৯ জন ছিলেন স্কালোনির দলে।
কদিন আগে মেসিকে ছাড়াই স্কালোনি দল ঘোষণা করেছেন। সেই ঘোষিত স্কোয়াডে নেই গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো আর ডি মারিয়া। রাশিয়া বিশ্বকাপে জর্জ সাম্পাওলির স্কোয়াডে জায়গা না পাওয়া ইন্টার মিলানের সেরা তারকা মাউরো ইকার্দিকে ডাকা হয়েছিল। আক্রমণভাগে রাখা হয়েছে রাশিয়া বিশ্বকাপে সাইডবেঞ্চ গরম করা পাওলো দিবালাকে। মার্কোস রোহো জায়গা পাননি নতুন এই দলে। ইকার্দিকে নিয়ে সমস্যায় পড়েছেন নতুন কোচ স্কালোনি। ডানপায়ের ইনজুরিতে লিগের ম্যাচে খেলতে পারছেন না তিনি। অবস্থার উন্নতি না হলে খেলতে পারবেন না জাতীয় দলের হয়ে পরের দুটি ম্যাচেও।
ডাক পেয়েছিলেন দুই স্ট্রাইকার ইন্টার মিলানের লাউতারো মার্টিনেস ও ফিওরেন্টিনার জিওভান্নি সিমেওনে। তবে, ইকার্দির ইন্টার সতীর্থ মার্টিনেসও মিস করতে পারেন পরের দুটি ম্যাচ। বাম হাঁটুতে চোটের জন্য ইকার্দির সঙ্গে লিগের ম্যাচ মিস করেছেন তিনি। এদিকে, ২০১৫ সালে ইতালির হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা সেভিয়ার মিডফিল্ডার ফ্রাঙ্কো মার্টিনেস জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন। তবে, সেভিয়ায় খেলা গাব্রিয়েল মের্কাদো এবং বেনফিকায় খেলা এদুয়ার্দো সালভিও ইনজুরিতে পড়েছেন। মের্কাদোর ডান হাতে চিড় ধরেছে আর সালভিওর অ্যাঙ্কেলে চোট ধরা পড়েছে। দুজনই ছিলেন রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডে, ফ্রান্সের বিপক্ষে গোলও করেছিলেন মের্কাদো। এবার তাদের দুজনকেই দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাধ্য হয়ে এতোসব ইনজুরির মাঝে দলে ডাক পড়েছে রেসিং ক্লাবের ডিফেন্ডার ২৫ বছর বয়সী রেনজো সারাভিয়ার। অভিষেকের অপেক্ষায় থাকবেন তিনি। দলে ফিরেছেন রাশিয়া বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ছিটকে পড়া গোলরক্ষক সার্জিও রোমেরো।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ডিফেন্ডার: রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), লেওনেল দি প্লাসিদো (লানুস), ফাব্রিসিও বুস্তোস (ইন্ডেপেনদিয়েন্তে), আলান ফ্রাঙ্কো (ইন্দেপেনদিয়েন্তে), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়ালতার কান্নেমান (গ্রেমিও), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্টিনা), রেনজো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন)।
মিডফিল্ডার: গঞ্জালো মার্টিনেস (রিভার প্লেট), লেয়ান্দ্রো পারেদেস (জেনিথ), জিওভানি লো সেলসো (পিএসজি), মাক্সি মেসা (ইন্ডেপেনদিয়েন্তে), মাতিয়াস ভার্গাস (ভেলেস), সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্টিং লিসবন), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), পালাসিও (রিভার প্লেট)।
ফরোয়ার্ড: আনহেল কোররেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), পাওলো দিবালা (জুভেন্টাস)।
সারাবাংলা/এমআরপি