Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফে কবে, কার ম্যাচ কখন


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৬

।। স্পোর্টস ডেস্ক ।।

শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামীকাল (মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে সাত দলের লড়াই। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, নেপাল, পাকিস্তান। আর গ্রুপ ‘বি’তে রয়েছেন ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ।

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ৪ দল নিয়ে হবে সেমি ফাইনাল। ১২ সেপ্টেম্বর সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে মেগা এই ইভেন্ট। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে ফ্লাড লাইটের আলোতে, সন্ধ্যা সাতটায়।

সাফের এই আসরের সূচি:
গ্রুপপর্ব
৪ সেপ্টেম্বর: নেপাল বনাম পাকিস্তান, বিকেল ৪টা
৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভুটান, সন্ধ্যা ৭টা
৫ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা, সন্ধ্যা ৭টা
৬ সেপ্টেম্বর: নেপাল বনাম ভুটান, বিকেল ৪টা
৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান, সন্ধ্যা ৭টা
৭ সেপ্টেম্বর: মালদ্বীপ বনাম শ্রীলঙ্কা, সন্ধ্যা ৭টা
৮ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ভুটান, বিকেল ৪টা
৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম নেপাল, সন্ধ্যা ৭টা
৯ সেপ্টেম্বর: ভারত-মালদ্বীপ, সন্ধ্যা ৭টা

সেমিফাইনাল
১২ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্সআপ, বিকেল ৪টা
১২ সেপ্টেম্বর: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্সআপ, সন্ধ্যা ৭টা

ফাইনাল
১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল-১ জয়ী বনাম সেমিফাইনাল-২ জয়ী, সন্ধ্যা ৭টা

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর