Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবেই হবে’


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৩

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: ২০০৩ থেকে ২০১৮। কেটে গেছে ১৫টি বছর। সবশেষ সেবারই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। তারপর থেকেই দেশের ফুটবলে শুধু হতাশার গল্প। এই গল্পের পাতায় পাতায় শুধু বিদায়ের সুর। এবার সেই পথে হাটতে চায়না লাল-সবুজরা। গেল এশিয়ান গেমসে ইতিহাসের সাক্ষী জামাল-সুফিলদের আত্মবিশ্বাস এবার তুঙে।

নতুন কোচ জেমি ডের নেতৃত্বে দেশের ফুটবলের অধ্যায়টা এবার আরও রাঙাতে চায় সাফ গেমসে। নিজের মাটিতেই। খরা ঘুচতে চায় বাংলাদেশ।

অন্তত বাংলাদেশ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল ফেডারেশনর সভাপতি কাজী সালাউদ্দীন আহমেদ। তার আমলেই সোনালী অধ্যায় ফিরে পাবে দেশের ফুটবল এমন আশা বুকে নিয়েই তিনি জানালেন স্বপ্নের কথা, ‘কাতার-দক্ষিণ কোরিয়া-ইন্দোনেশিয়ায় বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতিসহ ম্যাচ খেলে প্রমাণ করেছে এবার প্রস্তুতিটা ভালো। সবাই প্রফেশনাল হয়ে গেছে। আমরাও সর্বোচ্চ সুবিধা দিয়েছি ফুটবল দলকে। আমরা নিজেরা খেলে দিতে পারবো না। খেলতে হবে খেলোয়াড়দেরই।’

‘ফুটবল টিম আই থিংক উই ডিড এনাফ। আয়োজক হিসেবেও সকল প্রস্তুতি সেড়ে ফেলেছি। কেউ কোন নালিশ করেনি।’ যোগ করেন তিনি।

সাফ গেমসের লগো উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি। শেষ করতে করতে একটা কথা বলে গেলেন, ‘আমাদের আশা-আমরা চ্যাম্পিয়ন হবোই হবো।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর