প্রতিশোধ তুলবে আহত বাঘেরা!
৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫১
।।স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রতিশোধ না কাঁটা ঘাঁয়ে নুনের ছিটে! ভুটানের সঙ্গে হেরেই প্রায় দীর্ঘ ১৮ মাস ফুটবল নির্বাসনে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর বলতে গেলে মধুর প্রতিশোধ তোলার উপলক্ষ্য ধরা দিলো জামাল-সুফিলদের সামনে। সাফ গেমসে সেই ভুটান ম্যাচ দিয়েই মিশন শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা।
প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও মনে মনে একটা শীতল যুদ্ধের বাতাস বইয়ে যাচ্ছে দেশের ফুটবলারদের। নিজেদের মাটিতে হারিয়ে সেই আঘাতে জ্বালা মেটাবে আহত বাঘেরা। অকপটে সেই কথা কেউ কেউ দূর দিয়ে হলেও স্বীকার করেছেন।
তবে, লক্ষ্য আপাতত ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। গ্রুপ পর্বের বাধা টপকে চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে পা রাখা। সেই পথের প্রথম বাধা ভুটান। ভারতের লীগে দাপিয়ে বেড়ানো এক চেনচো ছাড়া ভুটান শিবিরে তরুণদের পাল্লাটাই বেশি। একেবারে তরুণ দল নিয়ে টুর্নামেন্টে পা রাখছে দলটি।
অন্যদিকে, জেমি ডে পড়েছেন মধুর সমস্যায়। এশিয়ান গেমসের স্কোয়াড ও সাফ গেমসের স্কোয়াড তৈরি করতেই হিমশিম খেতে হয়েছে এই বৃটিশ কোচের। তরুণ-অভিজ্ঞ মিশেলে ২০ জনের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। সেখানে অবশ্য জায়গা হয়নি তরুণ জাফর ইকবাল, মানিক ও নবাব নেওয়াজের। ওয়ালি ফয়সাল, ফয়সাল মাহমুদ, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ ও সাখাওয়াত রনিদের মতো অভিজ্ঞদের উপর ভরসা রেখেছেন জেমি।
তবে, এখনও কার্যত অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কোচ। সংশ্লিষ্ট সূত্র বলছে, এশিয়ান গেমসের স্কোয়াড নিয়েই অন্তত সাফ গেমসের মূল একাদশ সাজাতে চান কোচ। ডিফেন্সে শুধু একটি পরিবর্তন আসতে পারে। ওয়ালি ফয়সাল বা ফয়সাল মাহমুদ পেতে পারেন একাদশে খেলার সুযোগ।
অতীত ভুলে ম্যাচ বাই ম্যাচ নিয়ে আপাতত লক্ষ্য স্থির রাখতে চান জেমি ডে, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। অতীতে কি হয়েছে বা হয়নি তাতে কিছু আসে যায় না এখন। লক্ষ্য প্রথম ম্যাচ জিতে মিশন শুরু করা। আমাদের স্কোয়াডে ভারসাম্য আছে। তরুণ-অভিজ্ঞরা একসঙ্গে কাজ করবে ম্যাচ জিততে।’
শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে প্রস্তুতি ম্যাচে অবশ্য স্কোরিং সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। আজকেও অনুশীলনে বেশ ভালো সময় এই গোলপোস্টে শট নিয়ে কাটিয়েছেন সুফিল-রনি-সাদ-সোহেল-জনিরা।
সাফের ১২তম আসরে লাল-সবুজদের নেতৃত্ব দিবেন কে এ নিয়েও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে, জামাল ভুঁইয়ার কাঁধেই আর্ম ব্যান্ড তুলে দিতে চান জেমি এমনটা সূত্র বলছে। মঙ্গলবার সকালে এ নিয়ে দলের বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সব প্রস্তুতি সাফ গেমসকে ঘিরে। নতুনভাবে এই বাংলাদেশ পারবে কি ভুটানকে হারাতে? মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতটায় শুরু হওয়া ম্যাচেই হয়তো এর উত্তর পাবে দর্শকরা।
সারাবাংলা/জেএইচ