স্প্যানিশ লিগের দল কিনেই ফেললেন রোনালডো
৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৬
।। স্পোর্টস ডেস্ক ।।
গুঞ্জনটা সত্যিই করে ফেললেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। স্প্যানিশ লা লিগার বর্তমান দল রিয়াল ভালাদোলিদ কিনে নিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। পুরো ক্লাবের মালিকানা না পেলেও স্প্যানিশ ক্লাব ভালাদোলিদের ৫১ শতাংশ শেয়ারের মালিক হয়েছেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি।
লা লিগায় এই মৌসুমে তিনটি ম্যাচ খেলেছে রিয়াল ভালাদোলিদ। নিজেদের প্রথম ম্যাচে জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করে ক্লাবটি। এরপর মেসি-সুয়ারেজদের বার্সার বিপক্ষে হেরেছে ১-০ গোলের ব্যবধানে। তবে, তৃতীয় ম্যাচে জয় তুলে নেয় ক্লাবটি।
চলতি মৌসুমে অবনমন কাটিয়ে লা লিগায় খেলতে আসা ভালাদোলিদের মালিকানার অর্ধেকের বেশি অংশ কিনতে ৪১ বছর বয়সী রোনালডোর খরচ প্রায় ৩ কোটি ইউরো। চুক্তি অনুযায়ী রোনালডো ক্লাবটির সভাপতি হওয়ায় বর্তমান সভাপতি কার্লোস সুয়ারেজ হয়েছেন ক্লাবের নির্বাহি পরিচালক।
ক্লাব কেনার অনুষ্ঠানে রোনালডো জানান, আমি বেশ রোমাঞ্চিত। এর জন্য প্রস্তুত হতে আমার ফুটবল ক্যারিয়ারের অনেক পর্যায় পার হতে হয়েছে। ফুটবল হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা। ফুটবল আমার আবেগের জায়গা। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা সম্ভাব্য সেরা দল প্রস্তুত করতে চাই, ভক্তদেরও পাশে চাই।
২০০৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হারের পর ব্রাজিল দল থেকে হারিয়ে যান রোনালডো। অনেক চেষ্টা করেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে অপ্রতিরোধ্য হয়ে ফেরার। কিন্তু ফিটনেস, ইনজুরি সব মিলিয়ে সবুজ মাঠে জাতীয় দলের জার্সি আর গায়ে জড়াতে পারেননি তিনি। এরপর উত্তর আমেরিকা সকার লিগের (এনএএসএল) দল এফএল স্ট্রাইকার্সের অন্যতম মালিক হন ব্রাজিলের এই কিংবদন্তি। ফ্লোরিডাভিত্তিক ওই দলটি এনএসএলে নিয়মিতই খেলছে। তবে, ব্রাজিল আইকনের দৃষ্টি সেখানেই থেমে থাকেনি। চেয়েছিলেন আরও বড় কোনো ক্লাব কেনার। ইংল্যান্ড কিংবা স্পেনের দ্বিতীয় সারির কোনো ক্লাব কিনতেও বার বার আগ্রহ দেখান দ্য ফেনোমেনন। অবশেষে সেই পথেই হাঁটলেন রোনালডো।
৪১ বছর বয়সী রোনালডো ব্রাজিলের জার্সিতে খেলেছেন ৯৮ ম্যাচ, গোল করেছেন ৬২টি। ক্লাব ক্যারিয়ারে ৫০০’র ওপরে ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারের মধ্যগগনে খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে। ইন্টার মিলান আর এসি মিলানের জার্সিতেও মাঠ মাতিয়েছেন রোনালডো।
সারাবাংলা/এমআরপি