Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই: মেসি


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৬

।। স্পোর্টস ডেস্ক ।।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা কঠিন গ্রুপেই পড়েছে। শেষ তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এবারে দলকে ইউরোপ সেরার লড়াইয়ে মনোযোগ দিতে হবে বলে মনে করছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

মেসি-সুয়ারেজ-কুতিনহোদের বার্সার গ্রুপে পড়েছে ইংলিশ ফেভারিট টটেনহ্যাম হটস্পার ও ইতালির জায়ান্ট ইন্টার মিলান। গতবার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সা পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী টটেনহ্যাম গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল এবং আরেক ক্লাব ইন্টার মিলান ইতালিয়ান লিগ সিরি আতে চতুর্থ হয়েছিল। অন্য দলটি নেদারল্যান্ডসের পিএসভি।

গত মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা ঘরে তোলার পাশাপাশি মেসি-সুয়ারেজরা কোপা দেল রের শিরোপাও ঘরে তুলেছিল। কিন্তু, জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার পর গত তিন মৌসুমে মেসি বাহিনী শেষ আটের গন্ডি পেরুতে পারেনি। ২০১৫-১৬ মৌসুমে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ, ২০১৬-১৭ মৌসুমে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস আর গতবার ইতালিয়ান আরেক ক্লাব রোমার বিপক্ষে দুই লেগে দুর্দান্ত খেলেও ভাগ্যের কাছে হেরেছিল কাতালানরা।

বার্সার নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেসি। গতবার রোমার বিপক্ষে অ্যাওয়ে গোলের কারণে কোয়ার্টার থেকে বাদ পড়েছিল বার্সা। এবার লিগের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে মেসির দল। লিগের ম্যাচে জয়ের ধারায় থাকলেও শুরু থেকে চ্যাম্পিয়ন্স লিগে সঠিক পথে চলতে চান মেসি। এই মৌসুমে ইউরোপ সেরার মুকুট জিততে মেসি জানালেন, ‘আমরা আবারও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবো। টানা তিন বছর আমরা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছি, আর শেষবারেরটা ছিল সবচেয়ে বাজে। এই মৌসুমে আমরা শিরোপা জিততে চাই। ক্লাব, দল ও সমর্থকদের জন্য আমাদের চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিতে হবে। আমাদের দুর্দান্ত একটা দল আছে। এজন্যই বলতে পারি আমরা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।‘

বিজ্ঞাপন

২০০৫ সালে বার্সায় যোগ দিয়ে মেসি খেলছেন ১৩ বছর ধরে। ২০১৫ সাল থেকে বার্সার সহ-অধিনায়ক থাকলেও এবারই প্রথম মেসির কাঁধে তুলে দেওয়া হয় অফিসিয়ালি অধিনায়কত্বের দায়িত্ব। মেসির ৩৩ মেজর শিরোপার মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা, ৩টি উয়েফা সুপার কাপের শিরোপা, ৯টি লা লিগার শিরোপা, ৮টি সুপারকোপা ডি এসপানার শিরোপা আর ৬টি কোপা দেল রের শিরোপা। মেজর শিরোপার বাইরে হুয়ান গাম্পার ট্রফি জিতেছেন অনেকবার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর