Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাফিজকে ছাড়া পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। আরব আমিরাতের এই মেগা ইভেন্টে এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, পাকিস্তানের সঙ্গে লড়বে বাছাইপর্ব থেকে উঠে আসার আরও একটি দল। বাছাইপর্বের দল ছাড়া বাকি সবাই স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কার পর ১৬ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই স্কোয়াড ঘোষণা করেন।

দলে রাখা হয়নি সিনিয়র অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। দলে রাখা হয়নি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকেও। বাদ পড়েছেন স্পিনার ইয়াসির শাহ। আর দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার শাহীন আফ্রিদি এবং ওপেনার শান মাসুদ।

বিজ্ঞাপন

পাকিস্তান স্কোয়াড:
ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, উসমান সিনাওয়ারী, শাহীন আফ্রিদি।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপে অন্য দলটি আফগানিস্তান। এবারের এশিয়া কাপে কিছুটা পরিবর্তন এনেছে। প্রতিবারই ওয়ানডে ফরম্যাটে খেলা হয়। তবে, গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেই আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টির পর এবারের এশিয়া কাপ হবে ওয়ানডেতে। এবারো ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান পড়েছে গ্রুপ ‘বি’ তে। অন্য গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান সহ আরেকটি দল। সেটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে খেলবে ফাইনাল ম্যাচ। সবকটি খেলা হবে আবুধাবি ও দুবাইয়ে।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
১৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা, দুবাই
২০ সেপ্টেম্বর, আফগানিস্তান, আবুধাবি

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর