চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দল ঘোষণা
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৯
।। স্পোর্টস ডেস্ক ।।
এই মৌসুমে বিশ্বসেরা ৩২ দল লড়বে চ্যাম্পিয়ন্স লিগের আসরে। স্প্যানিশ চারটি ক্লাব খেলবে ইউরোপ সেরার এই ময়দানে। স্পেন থেকে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া। এরই মধ্যে এই চারটি স্প্যানিশ ক্লাব নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন জুনিয়র দলের খেলোয়াড়রা।
রিয়াল মাদ্রিদ:
মোট ৩১ খেলোয়াড়ের নাম জমা দিয়েছে কোচ হুলেন লোপেতেগুইয়ের রিয়াল। তার মধ্যে ইয়ুথ টিমের সাত খেলোয়াড়কে রেখেছে টানা তিন মৌসুমের চ্যাম্পিয়নরা।
স্কোয়াড: কেইলর নাভাস, কিকো কাসিলা, থিবাউট কোরতোইস, লুকা জিদান, দানি কারভাহাল, জেসুস ভ্যালেজো, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, নাচো ফার্নান্দেজ, মার্সেলো, আলভারো অদ্রিজোলা, সার্জিও রেগুইলন, আদ্রি দে লা ফুয়ান্ট, জাভি সানচেজ, সার্জিও লোপেজ, টনি ক্রুস, লুকা মদ্রিচ, কাসেমিরো, ফেডেরিকো ভালভারদে, মার্কোস লরেন্তে, মার্কো অ্যাসেনসিও, ইসো, দানি ক্যাবালোস, সিওনে, ফুউলেসিয়ের, গ্যারেথ বেল, করিম বেনজেমা, লুকাস ভ্যাজকুয়েজ, ক্রিস্টো, ভিনসিয়াস জুনিয়র এবং মারিয়ানো ডিয়াজ।
বার্সেলোনা:
গত তিন মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া বার্সা তাদের স্কোয়াডে রেখেছে ৩২ খেলোয়াড়। কোচ আরনেস্টো ভালভারদের এই স্কোয়াডে ইয়ুথ টিম থেকে সুযোগ পেয়েছেন ১০ খেলোয়াড়।
স্কোয়াড: মার্ক আন্ডার টার স্টেগেন, জাসপার সিলেসেন, ইগনাসিয়ানো পেনা, জোকিন ইকুইটিয়া মেন্ডিবুরু, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, রফিনহা আলকান্তারা, ক্লেমন্তে লেনলেট, জরদি আলবা, স্যামুয়েল উমতিতি, থমাস ভারমায়েলন, হুয়ান মিরান্ডা, জর্জ কুয়েনকা বারেনো, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, দেনিস সুয়ারেজ, আর্থার মেলো, সার্জি সাম্পার, সার্জি রবার্তো, আরতুরো ভিদাল, চার্লস আলেনা, রিকার্ড পিউগ, মোঙ্কু, এলেক্স কোলোডো, ওরিওল বুসকেটস, ফিলিপ কুতিনহো, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, ওসমান দেম্বেলে, ম্যালকম, মুনির এল হাদ্দাদি, আবেল রুয়েজ।
অ্যাতলেতিকো মাদ্রিদ:
স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে কম খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের এই স্কোয়াডে জুনিয়র দলের মাত্র চার খেলোয়াড়কে রাখা হয়েছে।
স্কোয়াড: অ্যান্তোনিও আদান, জন ওব্লাক, ডিয়েগো গডিন, ফিলিপ লুইস, সান্তিয়াগো এরিয়াস, স্টেফান সাভিক, জুয়ানফ্রান, লুকাস হার্নান্দেজ, জোসে মারিয়া জিমিনেজ, থমাস পার্টি, কোকে, সাউল নিগুয়েজ, থমাস লিমার, রদ্রি, গেলসন মার্টিন্স, ভিতোলো, ক্রিশ্চিয়ান রদ্রিগেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান, নিকোলা কালিনিক, এঞ্জেল কোরেয়া, দিয়েগো কস্তা, দারিও পোভেদা, বোরজা গারাস, ভিক্টর মোলোজো।
ভ্যালেন্সিয়া:
কোচ মার্সেলিনো গার্সিয়ার দলটি ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে জায়গা করে নিয়েছেন ইয়ুথ দলের ছয় ফুটবলার।
স্কোয়াড: জিউম ডোমেনচ, নেটো মুরারা, ক্রিশ্চিয়ান রিভারো, রুবিন ভেজো, জেইসন মুরিলো, গ্যাব্রিয়েল পৌউলিস্তা, ডিয়াখাবি, জোসে গায়া, অ্যান্তোনিও লাতো, ক্রিস্টিয়ানো পিচিনি, এজিকুয়েল গ্যারে, জাভিয়ার জিমিনেজ, আলেজান্দ্রো সেন্টেলস, জিওফ্রে কন্ডোগিয়া, গনসালো গুয়েদেস, কার্লোস সোলার, ড্যানিয়েল পেরেজো, দেনিস চেরিশেভ, ফ্রান্সিস, ড্যানিয়েল, ফার্নান তোরেস, ইউরস রেসিস, অ্যালেক্স ব্লাংকো, কানগিন লি, কেভিন গ্যামেরিও, রদ্রিগো মোরেনো, সান্তি মিনা এবং মিচি বাতসুয়াই।
২০১৮-১৯ মৌসুমের গ্রুপ:
গ্রুপ এ: অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মোনাকো ও ক্লাব ব্রুগ।
গ্রুপ বি: বার্সেলোনা, টটেনহ্যাম, পিএসভি ও ইন্টার মিলান।
গ্রুপ সি: পিএসজি, নাপোলি, লিভারপুল ও ক্রেভেনা ভেজদা।
গ্রুপ ডি: লোকোমোটিভ মস্কো, পোর্তো, শালকে ০৪ ও গ্যালাতাসারাই।
গ্রুপ ই: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স ও এইকে।
গ্রুপ এফ: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, অলিম্পিক লিওন ও হফেনহেইম।
গ্রুপ জি: রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকেএ মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেন।
গ্রুপ এইচ: জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভ্যালেন্সিয়া ও ইয়ং বয়েজ।
সারাবাংলা/এমআরপি