Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অহেতুক’ প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত


৩১ ডিসেম্বর ২০১৭ ১৫:৩০

সারাবাংলা ডেস্ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনো সিরিজ জেতা হয়নি ভারতের। তবে, দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জেতার ক্ষমতা ভারতীয় দলের আছে বলে মনে করছেন অধিনায়ক বিরাট কোহলি। কেপ টাউনে নামার পর প্রথম সংবাদ সম্মেলনেই ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, ‘বিশ্বের যেকোনো পরিবেশে টেস্ট জেতার মতো বোলিং আক্রমণ এবং ভারসাম্য আমাদের দলে রয়েছে।’

এদিকে, প্রোটিয়াদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা সফরকারীদের। তবে, কোহলি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কেপটাউনে ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট।

গণমাধ্যমে কোহলি জানান, ‘ইতিহাস সৃষ্টি নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমাদের লক্ষ্য সবগুলো সেশন ধরে এগিয়ে যাওয়া। আমাদের নিজেদের দক্ষতার শতভাগ কি করে দেওয়া যায় সেটা নিয়েই ভাবছি। কোনো একটা নির্দিষ্ট দেশে এসে ইতিহাস সৃষ্টি করাটা আমাদের লক্ষ্য নয়।’

২০১৩-১৪ মৌসুমে কোহলিরা শেষ বার দক্ষিণ আফ্রিকায় খেলেছেন। সেই দলের ১৭ জনের মধ্যে ১৩ জন এবারও আছেন। অভিজ্ঞতার দিক থেকে তাই আশ্বস্ত দেখাচ্ছে ভারত অধিনায়ককে, ‘আমাদের অনেকেই এখানে খেলেছে। তাই অভিজ্ঞতার কোনো ঘাটতি থাকার কথা নয়। এখন নিজেদের খেলাটা আরও অনেক ভালোভাবে বুঝি আমরা। নিজেদের দক্ষতার উপর অনেক বেশি বিশ্বাস এসে গিয়েছে আমাদের।’

এদিকে, দক্ষিণ আফ্রিকায় পৌঁছে প্রথম অনুশীলন করেছেন কোহলিরা। প্রস্তুতি ম্যাচের চেয়ে দলীয় অনুশীলনকেই প্রাধান্য দিচ্ছেন ভারতীয় অধিনায়ক। প্রস্তুতি ম্যাচ নিয়ে কথা বলতে হয়েছে কোহলিকে। প্রস্তুতি ম্যাচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তার মতে, প্রস্তুতি ম্যাচ খেলা মানে দুটি দিন নষ্ট করা। সেটারও একটি ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

তিনি জানান, ‘দুইটা দিন নষ্ট করার কোনো মানে হয় না। প্রস্তুতি ম্যাচে নেমে হাফসেঞ্চুরি করা যেতে পারে হয়তো। কিন্তু সেই হাফসেঞ্চুরির কোনো মানে নেই। কারণ, এখানে প্রস্তুতি ম্যাচে আমাদের যে উইকেটে খেলানো হবে সেটার ঠিক বিপরীত হতে পারে মূল ম্যাচের উইকেটটি। প্রস্তুতি ম্যাচে যে উইকেট দেওয়া হবে, তার সঙ্গে ম্যাচের উইকেটের ১৫ শতাংশ মিলও নেই। তার চেয়ে নিজেদের মধ্যে এই দুই দিন অনুশীলন করে যাবো। সেটাই আমাদের জন্য কাজে লাগবে। নিজেদের মতো অনুশীলন করলে উইকেটে পানি ঢেলে নিজেদের খুশি মতো পরিস্থিতি তৈরি করে অনুশীলন করা যায়।’

কোহলি আরও যোগ করেন, ‘প্রস্তুতি ম্যাচের বদলে দুই দিন অনুশীলন করে আমরা আমাদের মতো করে টেস্টের মেজাজ তৈরি করে নিতে চাই। মানসিক প্রস্তুতি ঠিক না থাকলে তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেও কোনো লাভ নেই। মাথার ভেতরটা যদি প্রস্তুত থাকে, অনুশীলনটা যদি ভালো হয়, ম্যাচ খেলার জন্য তা-ই যথেষ্ট।’

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর