Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ কি সেমিতে?


৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: সাফ সুজুকি কাপে টানা দুই জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরুর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পা রেখেছে লাল-সুবজ জার্সিধারীরা। তবে খাতা কলমে আনুষ্ঠানিকভাবে এখনও সেমি ফাইনাল নিশ্চিত হয়নি জামাল ভুঁইয়াদের।

প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোল ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জেমি ডে’র শিষ্যরা পাকিস্তানকে হারিয়েছে ১-০ ব্যবধানে। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এ পয়েন্ট টেবিলের শীর্ষে পা রেখে আছে আয়োজক দেশ।

বলতে গেলে সেমি ফাইনালের পথে এক পা এগিয়ে রেখেছে জেমির শিষ্যরা। তবে এখনও চূড়ান্ত হয়নি কিছু। কারণ সমীকরণ বলছে তিনটি দল ছয় পয়েন্ট নিয়ে সেমি ফাইনালের দাবি রাখতে পারে সামনে।

প্রথম ম্যাচে পাকিস্তানও নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে। তৃতীয় ম্যাচে টানা দুই ম্যাচে হারা ভুটানকে হারালেই পাকিস্তান পেয়ে যাবে ছয় পয়েন্ট। যদিও গোল ব্যবধান ও হেড টু হেডে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকবে তারা।

অন্যদিকে নেপালও ভুটানকে ৪-০ গোল ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান করছে। পরশুদিন (৮সেপ্টেম্বর) বাংলাদেশকে হারাতে পারলেই ছয় পয়েন্ট নিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে তারাও। আর বাংলাদেশ যদি না হারে তাহলে সেমি ঠেকাতে পারবে না কেউ।

তাই কে যাচ্ছে সেমি ফাইনালে তার জন্য পরশুদিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। কেননা পাকিস্তান বনাম ভুটান ও বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি সেদিনই হতে চলেছে। বাংলাদেশের ম্যাচটি যথারীতি সন্ধ্যায় হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর