Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরো দল শতভাগ ফিট, দাবি প্রধান নির্বাচকের


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

এশিয়া কাপ শুরুর আগেই যেন দলে অশনী সংকেত। একের পর চোটের থাবা কালো ছায়া ফেলেছে বাংলাদেশ শিবিরে। সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তা বেশ কদিন থেকেই, যদিও কাল বিসিবিকে পাঠানো এক বার্তায় সাকিব নিশ্চিত করেছেন তার খেলা নিয়ে অনিশ্চয়তা নেই। নাজমুল হোসেন শান্তও দুই দিন আগে হাতে ব্যথা পেয়েছেন অনুশীলনে। তবে সবচেয়ে বড় দুঃসংবাদ, অনুশীলন করতে গিয়ে ডান হাতের অনামিকায় ছোট্ট চির ধরেছে তামিমের।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ সেপ্টেম্বর) অবশ্য মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন দাবি করলেন, তামিম-শান্তর চোট নিয়ে চিন্তার কিছু নেই। খেলার আগেই সবাই সেরে উঠবেন বলে আশাবাদী তারা।

তামিমের চোট কতটা গুরুতর, এখন পর্যন্ত সেটা নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, প্রথম ম্যাচের আগে ফিট নাও হতে পারে। এর মধ্যে গত কয়েকদিন অনুশীলনও করেননি তামিম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য আজ দাবি করলেন, এটা এমন কিছু নয়, ‘ইনজুরি না এটা, ফিজিও বলছে সব ঠিক আছে। আমরা একজন ব্যাক আপ প্লেয়ার দিয়ে রাখলাম, এই যা। ইন কেইস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মুমিনুলকে নেয়া। যাতে সামনে কোনো সমস্যা হলে আমাদের ব্যাকআপ থাকে।’

মুমিনুলকে শেষ মুহূর্তে ডেকে পাঠানো হলো কেন, সেটা নিয়েও আছে প্রশ্ন। মিনহাজুল সেটিরও ব্যাখ্যা দিলেন, ‘মুমিনুলকে নেয়া হয়েছে কারণ শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে। ওর পাঁচ দিনের মতো সময় লাগতে পারে, সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের। ফিজিও থেকে পাওয়া রিপোর্টে কোনো সমস্যা নেই। টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোনো সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোনো সমস্যা হয়… তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মুমিনুলকে নেয়া।’

বিজ্ঞাপন

মিনহাজুল তাই চোট নিয়ে খুব একটা ভাবছেন না, ‘ফিজিও, ট্রেইনারের যেই রিপোর্ট আছে আমাদের কাছে, সেই হিসেবে পুরো দল শতভাগ ফিট আছে এবং সবাই আত্মবিশ্বাসী। একটা বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল। আমরা যদি প্রথম ম্যাচটা ভালমতো জিততে পারি তাহলে অনেক দূর যাবো।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর