Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে পেসারদের কাজটা কঠিন হবে: ওয়ালশ


৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ছুটি শেষে কদিন আগেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের নতুন মিশন এবার এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনরা ওয়ানডেতে ভালো করেছেন; শেষের দুজন আলো ছড়িয়েছেন টি-টোয়েন্টিতেও। তবে ওয়ালশ মনে করছেন, এশিয়া কাপে কাজটা আরও কঠিন হতে পারে পেসারদের জন্য।

এবারের এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে আরব আমিরাতে। সেখানকার উইকেট সবসময়ই পেসারদের জন্য কঠিন। ফ্ল্যাট উইকেটে বোলারদের, বিশেষ করে পেসারদের কাজটা কঠিন হতে পারে, সতর্ক করে দিলেন ওয়ালশ, ‘আমার মনে হয় না এশিয়া কাপ পেসারদের জন্য খুব ভালো কিছু। আমার মনে হয় দুবাই ও আবুধাবিতে উইকেট বেশ ফ্ল্যাট থাকবে। অনেকেই হয়তো আশা করছেন, পেসাররা খাপ খাওয়াতে পারবে, তাদের বৈচিত্র্য কাজে লাগাতে পারবে। এমনিতেই ওয়ানডেতে পেসারদের জন্য অনুকূল কন্ডিশন কম পাওয়া যায়। সবাই চান রান হোক, আর বোলারদের জন্য সেটা চ্যালেঞ্জ। সেখানে বোলাররা ভালো করলে তাদের কৃতিত্ব দিতেই হবে, কারণ এরকম উইকেটে বল করা খুব সহজ নয়।’

মাশরাফি, রুবেল, মোস্তাফিজদের নিয়ে বেশ আশাবাদী ক্যারিবিয়ান এই কিংবদন্তি, ‘আমি ম্যাশকে নিয়ে খুবই আশাবাদী। সে খুবই অভিজ্ঞ একজন বোলার। ফিজও এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আশা করি সে আরও ফিট হয়ে উঠবে। রুবেলও গত কিছুদিনে ওয়ানডেতে ভালো করছে। আমার মনে হয় এই বোলাররা ভালো করবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস তাদের বেশ কাজে আসবে। অনেকেই হয়তো ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে-টি টোয়েন্টিতে হারানোটা বড় করে দেখছেন না, কিন্তু এটা বাংলাদেশের জন্য বড় একটা সুযোগ। আশা করি এটা খেলোয়াড়দের অনেক বেশি আত্মবিশ্বাস দেবে।’

বিজ্ঞাপন

বিশেষ করে মাশরাফির কথা আলাদা করে বললেন ওয়ালশ, ‘ম্যাশের অভিজ্ঞতা অনেক, ওর ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এরকম কন্ডিশনে ওর নেতৃত্বও অনেক গুরুত্বপূর্ণ হবে। আমাদের উচিত হবে মাশরাফিকে যত বেশি সম্ভব সমর্থন দেওয়া। বাকিদের চেয়ে অভিজ্ঞতা ও দক্ষতায় ম্যাশ অনেক এগিয়ে। ফিজকে যখন আমরা পুরোপুরি ফিট পাব, সেটা আমাদের জন্য বাড়তি সুবিধা হবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর