Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচে সালাহর এত কিছু!


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক।। 

এক ম্যাচে একজন খেলোয়াড় কী কী করতে পারেন? মোহামেদ সালাহ যা করেছেন, তার চেয়ে বেশি কিছু করা কঠিন। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে নাইজারের সঙ্গে ম্যাচে দুই গোল করেছেন, করিয়েছেন দুই গোল। এটা অবশ্য এমন কিছু নয়, বড় খবরটা হচ্ছে একই ম্যাচে দুইটি পেনাল্টিও মিস করেছেন সালাহ।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছিল মিশর দুই মিনিটের মধ্যেই। কিন্তু সেটা থেকে গোল করতে পারেননি সালাহ, ঠেকিয়ে দিয়েছেন নাইজার গোলরক্ষক। তবে খানিক পরেই মারওয়ান মোহসেনকে দিয়ে প্রথম গোল করিয়েছেন সালাহ। এরপর আয়মান আশরাফের গোলে মিশর এগিয়ে যায়। পরে আবার পেনাল্টি পান সালাহ, কিন্তু এবারও তা থেকে গোল করতে পারেননি। শেষ পর্যন্ত নিজের প্রথম গোলটা পেয়ে যান, মিশর এগিয়ে যায় ৩-০ গোলে।

বিজ্ঞাপন

৮৬ মিনিটে সালাহ আরেকটি গোল করেন হেডে, হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। তবে তা কাজে লাগাতে পারেননি। মিশর ম্যাচটা শেষ পর্যন্ত জেতে ৬-০ গোলে। মিশরের নতুন কোচ হাভিয়ের আগুইরের শুরুটাও হলো ভালো। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গুঞ্জন উঠেছিল, ইমেজ সংক্রান্ত জটিলতার জন্য সালাহ মিশরের হয়ে আর নাও খেলতে পারেন। শেষ পর্যন্ত সেই অনুমান ভুলই প্রমাণিত হলো।

সারাবাংলা/ এএম

 

পেনাল্টি মিশঢ় সালাহ

বিজ্ঞাপন

টিকটকের মেডিটেশন ফিচার
২১ জুলাই ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর