Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমবাপে-জিরুদের গোলে নেদারল্যান্ডসকে হারালো ফ্রান্স


১০ সেপ্টেম্বর ২০১৮ ১১:২০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

উয়েফা নেশন্স লিগের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে জয় পেয়েছে ফ্রান্স, নরওয়েকে হারিয়েছে বুলগেরিয়া, ওয়েলস হেরেছে ডেনমার্কের বিপক্ষে। এছাড়া স্লোভাকিয়াকে হারিয়ে জয় পেয়েছে ইউক্রেন, আর্মেনিয়াকে হারিয়েছে মেসিডোনিয়া, লাটভিয়াকে হারিয়েছে জর্জিয়া।

আলোচিত ম্যাচ ছিল ফ্রান্স এবং নেদারল্যান্ডসের। রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কাইলিয়ান এমবাপে ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পর সমতায় ফেরে নেদারল্যান্ডস। কিন্তু পুরো বিশ্বকাপে একটিও গোল না পাওয়া অলিভিয়ের জিরুদ জয়সূচক গোলটি করেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপের পর এর আগে জার্মানির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স। এবার জয় তুলে নিল দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। নেদারল্যান্ডসের প্রোমেন্স হেড দিয়ে বল বাড়িয়েছিলেন সতীর্থের দিকে, কিন্তু বলের দখল নেন ব্লেইস মাতুইদি। তার বাড়ানো বলে দুর্দান্ত শটে ডাচদের জাল কাঁপিয়ে দেন এমবাপে (১-০)। প্রথমার্ধে এই স্কোরে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসিরা।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে সমতায় ফেরে নেদারল্যান্ডস। রায়ান বাবেল ডাচদের হয়ে গোলটি করেন (১-১)। ৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন জিরুদ (২-১)। রাশিয়া বিশ্বকাপে বাজে সময় কাটানো জিরুদ আগের ম্যাচে জার্মানির বিপক্ষেও ছিলেন নিষ্প্রভ।

১১ ম্যাচ পর দেশের জার্সিতে গোল পেলেন তিনি। সময়টা খুব কম নয়, ৬৯৮ মিনিট। এই গোলের মাধ্যমে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জিনেদিন জিদানকে (৩১ গোল) পেছনে ঠেলে চার নম্বরে উঠে গেলেন জিরুদ (৩২ গোল)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর