Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে লড়বে যারা


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৩

।। স্পোর্টস ডেস্ক ।।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপে অন্য দলটি আফগানিস্তান। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান পড়েছে গ্রুপ ‘বি’ তে। অন্য গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান এবং বাছাইপর্বের ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে আসা হংকং। দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে খেলবে ফাইনাল ম্যাচ। সবকটি খেলা হবে আবুধাবি ও দুবাইয়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
১৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা, দুবাই
২০ সেপ্টেম্বর, আফগানিস্তান, আবুধাবি

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি এবং মুমিনুল হক।

শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড:
অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাশুন সানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা এবং লাসিথ মালিঙ্গা।

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড:
আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নবী, রশিদ খান, মুজীর উর রহমান, শরফুদ্দিন আশরাফ, আফতাব আলম, ইসানুল্লাহ জানাত, সাঈদ সিরাজ, মুনির আহমেদ এবং ইয়ামিন আহমাদজাই।

বিজ্ঞাপন

ভারতের এশিয়া কাপ স্কোয়াড:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনীষ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হারদিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরাহ।

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, উসমান সিনাওয়ারী, শাহীন আফ্রিদি।

হংকংয়ের এশিয়া কাপ স্কোয়াড:
বাবর হায়াত (অধিনায়ক), আংশুমান রাথ, তানভীর আফজাল, নাদিম আহমেদ, হারুন আরশাদ, ক্রিস কারটার, আইজাজ খান, এহসান খান, নিজাকাত খান, ওয়াকাস খান, ক্যামেরুন ম্যাকআসলান, স্কট ম্যাকচেইন, এহসান নওয়াজ, কিনচিত শাহ এবং শুবরামায়ন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর