Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে এবার উয়েফার ফুটবলার


১১ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশের ফুটবলে চমকের পর চমকের জন্ম দিচ্ছে বসুন্ধরা কিংস ক্লাব। রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ড্যানিয়েলের কলিনড্রেসের পর এবার উয়েফা খেলা ফুটবলারকে দলে ভেড়াতে চলেছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথমবার পা রাখা ক্লাবটি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ খেলার অভিজ্ঞতা থাকা গাম্বিয়ার উইঙ্গার উসমান জাল্লোকে দলে নিচ্ছে এই ক্লাব। প্রাথমিক আলোচনায় সেড়ে নিয়েছে ইতোমধ্যে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাতানো গাম্বিয়ার এই জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার এখন ফিনল্যান্ডের এইচজেকে হেলসিঙ্কি ক্লাবে খেলছেন। ২৯ বছর বয়সী এই অ্যাটাকার এখন বাংলাদেশের ফুটবল মাতাতে আসছেন।

গাম্বিয়া জাতীয় দলের হয়ে জিল্লো ১৮ ম্যাচে ৬ গোল এবং অনূর্ধ্ব–২০ দলের হয়ে ৭ ম্যাচে করেন ৫ গোল করেছেন। আর উয়েফা ইউরোপা লিগে ১২ ম্যাচে খেলে করেছেন ৭ গোল। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে ৩ গোল (২০১৬ – ২০১৭ উয়েফা লিগ মৌসুম)।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর