Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরিমানার সঙ্গে ড্রাইভিং নিষেধাজ্ঞা লরিসের!


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৬

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের পর গত মাসে মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে জেলে যেতে হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসকে। প্রায় সাত ঘণ্টা জেলে থাকার পর জামিন পাওয়া এই গোলরক্ষককে এবার সেই মামলায় শাস্তি দিয়েছে ইংল্যান্ডের আদালত।

গত ২৪ আগস্ট রাত আড়াইটার দিকে লন্ডনের গ্লসটার প্লেস এলাকা থেকে গ্রেফতার হন লরিস। এরপর প্রায় সাত ঘন্টা থানায় থাকার পর ক্ষমাপ্রার্থনা করায় ২৫ আগস্ট সকালে জামিন পান এই গোলরক্ষক। তবে এরপর ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের কোর্টে এ মামলার শাস্তি ঘোষণা করা হবে বলেই জানিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম।

ঘটনার পরপরই সবার কাছে ক্ষমা চেয়েছিলেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক। বুধবার (১২ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দেওয়ার আগের দিন আবারও অনুশোচনা প্রকাশ করেন লরিস। তবে ক্ষমা চাইলেও বুধবার (১২ সেপ্টেম্বর) ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট’স কোর্টে শাস্তি ও জরিমানা থেকে মাফ পাননি তিনি। জরিমানা হিসেবে ৫০ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ২০ মাস ইংল্যান্ডের রাস্তায় গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেলেন টটেনহ্যাম হটস্পারের এই গোলরক্ষক।

২০১২ সাল থেকে টটেনহ্যাম হটস্পারে খেলছেন লরিস। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৫৪টি ম্যাচে গোলরক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।

সারাবাংলা/এসএন

জরিমানা ফ্রান্স হুগো লরিস


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর