Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই মালদ্বীপই সাফের ফাইনালে


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: টস ভাগ্য নিয়ে সাফের সেমি ফাইনালে পা রাখা মালদ্বীপ চলে গেলো ফাইনালে। নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে দ্বীপ রাষ্ট্রটি। সঙ্গে ঢাকায় এ ধরা টানা তিন টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছালো মালদ্বীপ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (১২ সেপ্টেম্বর) বিকালে নেপালকে তারা হারিয়েছে ৩-০ ব্যবধানে। এ জয়ে সবার আগে সাফ সুজুকি কাপের ১২ তম আসরের ফাইনালে পা রাখলো মালদ্বীপ।

যদিও পরিসংখ্যান বলছে পুরো ম্যাচে আধিপত্য রেখে খেলেছে নেপালই। ৬৩ শতাংশ বল দখল তাদের। তবে, সুযোগগুলো কাজে লাগাতে ভুল করেনি দ্বীপ রাষ্ট্রটি।

৯ মিনিটেই মালদ্বীপকে এগিয়ে দেন অধিনায়ক আব্দুল ঘানি। ফ্রিক-কিক থেকে বারের বাম কর্নার বরাবর শটে বল জালে জড়ান তিনি।

প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক থাকা মালদ্বীপ প্রতি আক্রমণের সুযোগ নিচ্ছিল। বিপরীতে নেপালও বলার মতো তেমন সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। সেই চাপের মধ্যে জোড়া গোল করে বসেন ইব্রাহিম হাসান। ৮৩ ও ৮৭ মিনিটে গোল করে মালদ্বীপকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই স্ট্রাইকার।

একই ভেন্যুতে আগামী ১৫ সেপ্টেম্বর ফাইনাল খেলতে মাঠে নামবে মালদ্বীপ। তৃতীয় বার এসে কি শিকে ছিড়বে সাবেক চ্যাম্পিয়নদের?

সারাবাংলা/জেএইচ

নেপাল মালদ্বীপ সাফ সুজুকি কাপ ২০১৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর