সাফ ফাইনালে সেই ভারতকেই পেলো মালদ্বীপ
১২ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: এর আগেও গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল মালদ্বীপ। সাবেক চ্যাম্পিয়নরা ফাইনালে পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বাংলাদেশ যতবারই আয়োজক হয়েছে ততবারই ফাইনালে খেলেছে দ্বীপ রাষ্ট্রটি। তিনবার শেষ বার কি শিকে ছিড়বে দেশটির?
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (১২ সেপ্টেম্বর) বিকালে নেপালকে হারিয়ে সাফ সুজুকি কাপের ফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। আর অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে মালদ্বীপের সঙ্গী ভারত। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারত।
প্রথম ম্যাচ নেপালকে ৩-০ ব্যবধানে হারায় মালদ্বীপ। ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন অধিনায়ক আব্দুল ঘানি। ফ্রিক-কিক থেকে বারের বাম কর্নার বরাবর শটে বল জালে জড়ান তিনি।
প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক থাকা মালদ্বীপ প্রতি আক্রমণের সুযোগ নিচ্ছিল। বিপরীতে নেপালও বলার মতো তেমন সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। সেই চাপের মধ্যে জোড়া গোল করে বসেন ইব্রাহিম হাসান। ৮৩ ও ৮৭ মিনিটে গোল করে মালদ্বীপকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই স্ট্রাইকার।
দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় পাকিস্তানকে ৩-১ উড়িয়ে দেয় ভারত। প্রথমার্ধ্বে কোনও গোলের দেখা পায়নি দুই দলই।
তবে, দ্বিতীয়ার্ধেই এসে আধিপত্য বজায় রেখে খেলা ভারত লিড পেয়ে যায়। ম্যাচের ৪৯ মিনিটে আশিক কুরুনিয়ানের পাস থেকে সিক্স ইয়ার্ডের বাঁ প্রান্ত থেকে নিখুত গোল করেন মানভীর সিং। ৬৯ মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন এই স্ট্রাইকার। জোড়া গোলের দ্বিতীয়টি আসে ডান পা থেকে। ভিনিতের কাছ থেকে বল পেয়ে দারুণভাবে বল জালে জড়ান তিনি।
ইনজুরিতে পরায় মানভীর সিংহের বদলে মাঠে বদলি নামেন সুমিত। নেমেই চার মিনিটের মাথায় গোল করে দলকে আরও এক ধাপ এগিয়ে দেন তিনি।
এই যখন পরিস্থিতি, এর পরেই ঘটে যায় গণ্ডগোল। বল দখল নেয়াকে কেন্দ্র করে দুই খেলোয়াড় লাল্লিয়ানজুয়ালি (ভারত) ও মহসিন আলীর (পাকিস্তান) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একে অপরকে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। রেফারি তাদের লাল কার্ড দিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেন।
এরপরে অবশ্য সান্ত্বনাসূচক গোল দেয় পাকিস্তান। ডি বক্সের ভেতর থেকে মোহাম্মদ আলী গতির শট রুখতে পারেন নি ভারতের গোলরক্ষক ভিশাল কেইথ (৩-১)।
আগামী ১৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে মালদ্বীপের সঙ্গী ভারত। তৃতীয় বার এসে কি শিকে ছিড়বে সাবেক চ্যাম্পিয়নদের? নাকি টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে নিবে মালদ্বীপ।
সারাবাংলা/জেএইচ