চেরিশেভের ডোপিং তদন্তে স্প্যানিশ কর্তৃপক্ষ
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০০
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে স্বাগতিকদের হয়ে দারুণ চমক দেখিয়েছেন দেনিশ চেরিশেভ। তবে এবার ডোপিংয়ের অভিযোগে পড়েছেন রাশিয়ান এই ফুটবলার। সম্প্রতি ভিয়ারিয়াল থেকে ভ্যালেন্সিয়ায় ধারে আসা এই লেফট উইঙ্গারের অভিযোগের তদন্তে কাজ নেমেছে স্প্যানিশ ডোপ-বিরোধী কর্তৃপক্ষ।
এবারের বিশ্বকাপে দলকে শেষ আটে নিতে চার গোল করেছেন চেরিশেভ। ২৭ বছর বয়সী রাশিয়ান এই তারকার বাবা জানিয়েছেন, তিনি (চেরিশেভ) গ্রোথ হরমোন (এইচজিএইচ) চিকিৎসা নিয়েছিলেন। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি জানিয়েছে, এই তদন্তের দায়িত্ব থাকবে স্প্যানিশ ডোপ-বিরোধী কর্তৃপক্ষের ওপর।
অবশ্য রাশিয়ান সংবাদবাধ্যমে নিজের মতামত জানিয়েছেন রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু করা চেরিশেভ। তিনি বলেন, ‘আমার দিক থেকে পুরোপুরি সৎ আছি। আমি মনে করি, কোনো সমস্যা হবে না। তবে বিষয়টা চিকিৎসকদের উপর সব ছেড়ে দিতে চাই, তারাই সত্য তুলে ধরতে পারবেন।’
তবে এই সময়ে কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে রাশিয়ান চেরিশেভকে।
সারাবাংলা/এসএন