চান্দিমালের পর ছিটকে গেলেন গুনাথিলাকাও
১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০২
।। স্পোর্টস ডেস্ক ।।
এশিয়া কাপের এবারের আসর শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে দীনেশ চান্দিমাল। শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এর আগে আরেকটি দুঃসংবাদ এলো লঙ্কান দলে। ইনজুরির কারণে এবার স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা।
লঙ্কান দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) পিঠে চোটের কারণে তাকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছে অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া।
এরই মধ্যে গুনাথিলাকাকে দেশে ফিরিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। স্কোয়াডে জায়গা পাওয়া জয়াসুরিয়া ওয়ানডে ক্যারিয়ারে খেলেছেন ৮টি ম্যাচ।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় ৫.৩০ টায় দুবাইতে শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড:
অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরোশান ডেকোভেলা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাশুন সানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা এবং লাসিথ মালিঙ্গা।
সারাবাংলা/এসএন
দানুশকা গুনাথিলাকা দীনেশ চান্দিমাল শেহান জয়াসুরিয়া শ্রীলঙ্কা